NewsOne24

আমাদের ‘নারী ভিলেনগণ’!

জিহাদ

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০১:৪৭ পিএম, ২২ অক্টোবর ২০১৮ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকায় সিনেমায় পুরুষ ভিলেনদের মত নারী ভিলেনদের আধিপত্য ছিল বিস্তর। তবে নারী ভিলেনদের মধ্যে রওশন জামিলের কথা বলা হয় সবার আগে। অন্যদের কেউই তাকে এখনো অতিক্রম করতে পারেননি। 

‘জীবন থেকে নেয়া’ থেকে শুরু করে নব্বইয়ের দশক পর্যন্ত সংসারের মূর্তিমান আতঙ্ক ছিলেন এই নারী ভিলেন (রওশন জামিল)। এখনো তিনি জনপ্রিয় এবং ব্যতিক্রমী উদাহরণ হয়েই আছেন। 

এছাড়াও মায়া হাজারিকা ‘ধনী নারী’ ভিলেন চরিত্রে অসাধারণ অভিনয় করে গেছেন সবসময়। সুমিতা দেবীও কোন অংশে কম ছিলেন না। তিনি অনেক ছবিতে মারাত্মক যন্ত্রণায় দগ্ধ করেছেন নায়িকাদের। সুষমার শয়তানিও ছিল দারুণ। 

ঢাকাই ছবির নব্বই দশকের দাপুটে ভিলেন ছিলেন রিনা খান। যিনি অসংখ্য ছবিতে সংসারে আগুন ধরিয়েই শান্ত থাকেননি। ছবির গল্পে ছেলের বউ কিংবা অন্যদের গায়েও হাত তুলে দর্শকদের গালি খেয়েছেন। 

ঢাকার আরো কিছু ছবিতে এক সময়ের সাড়া জাগানো নায়িকা নূতনকে ভিলেন হিসেবে দর্শকরা পছন্দ করেছেন। এর আগে শবনম পারভীন ভয়ঙ্করভাবে পর্দায় হাজির হয়েছেন। 

সর্বশেষ অভিনেত্রী নাগমাও ভিলেন হিসেবে দারুণ খ্যাতি পেয়েছেন।

নিউজওয়ান২৪/জেডএস