কাদের ওপর খেপেছেন জেমস?
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১০:১৪ এএম, ২২ অক্টোবর ২০১৮ সোমবার
ফাইল ছবি
কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু। বৃহস্পতিবার পৃথিবী থেকে চির বিদায় নেন তিনি। তখন বরগুনায় অবস্থান করছিলেন জেমস। উন্নয়ন কনসার্টে অংশ নিতে সেখানে যান তিনি। সেখানে শুনেন সকলের প্রিয় শিল্পী আইয়ুব বাচ্চুর প্রয়াণের খবর।
বরগুনার সে কনসার্টেই আইয়ুব বাচ্চুকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে কেঁদে ফেলেন জেমস। মঞ্চে উঠেই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তিনি বলেন, কিংবদন্তি গায়ক আইয়ুব বাচ্চু আর নেই। আজকের অনুষ্ঠানটি করার একদমই ইচ্ছে ছিল না।
কিন্তু ১৫ বছর আগের একটা গল্প মনে পড়ে গেলো। আমি আর বাচ্চু ভাই আড্ডা মারছিলাম। একদিন আসতে না আসতে তিনি আমাকে বললেন, আমাদের শিল্পীদের জন্য ইংরেজিতে একটা প্রবাদ আছে, ‘দ্য শো মাস্ট গো অন’। তাই চেষ্টা করবো। এরপর শো’তে হাউমাউ করে কেঁদে ফেলেন জেমস। কান্নাজড়িত কণ্ঠে গান গেয়ে শোনান তিনি।
এদিকে, এবার ঘটলো বিপত্তি। গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর উড়ছে। যা দেখে বেশ বিব্রত জেমস। শনিবার রাতে ফেসবুকে ভাইরাল হয়, বরগুনা কনসার্টে ওই দিন যে অর্থ তিনি পেয়েছেন তা থেকে আট লাখ টাকা নাকি আইয়ুব বাচ্চুর নামে এতিমখানায় দান করেছেন।
যা দেখে অত্যন্ত বিরক্ত জেমস। কারণ, তার পুরোটাই বানোয়াট বলে জানান দলের মুখপাত্র রুবাইয়্যাত ঠাকুর রবিন। তিনি বলেন, জেমস ভাই খুবই বিরক্ত। মূলত বাচ্চু ভাইয়ের মৃত্যুতে তিনি খুবই মর্মাহত হয়েছেন। তবে এর মধ্যে যারা এরকম গুজবের জন্মদানকারী, তারা কখনোই বাচ্চু ভাই বা জেমসের ভক্ত হতে পারে না।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বরগুনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত কনসার্টটি সদ্যপ্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করেন জেমস।
নিউজওয়ান২৪/জেডএস