কুয়েতে ২৫ দিন ধরে নিখোঁজ এক বাংলাদেশি
কুয়েত প্রতিনিধি
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১০:০৫ পিএম, ২১ অক্টোবর ২০১৮ রোববার
নিখোঁজ নুর মোহাম্মদ
কুয়েতে নুর মোহাম্মদ নামে এক বাংলাদেশি ২৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ২৭ সেপ্টেম্বর তিনি নিখোঁজ হন।
শনিবার কুয়েত সিটির এক হোটেলে তার পরিবার সংবাদ সম্মেলনে এ কথা জানান।
সংবাদ সম্মেলনে নুর মোহাম্মদের স্ত্রী আসমা আক্তার বলেন, গত ২৭ সেপ্টেম্বর হঠাৎই নিখোঁজ হন তিনি। এরপর কুয়েতের সকল পুলিশ স্টেশন ও হাসপাতালগুলোতে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান মেলেনি। এমনকি নুর মোহাম্মদের কফিলকে (নিয়োগদাতা) বিষয়টি জানালেও তিনি পদক্ষেপ নেননি।
এদিকে কুয়েতের বাংলাদেশ দূতাবাসের মন্দুপ (ওয়েলফেয়ার) ফরিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নুরের নিখোঁজের ব্যাপারে তেমন কিছুই জানাতে পারেননি। তবে তাকে খোঁজ করার বিষয়ে দূতাবাস ইতোমধ্যে কাজ শুরু করছে বলে দাবি করেন তিনি।
মন্দুপ ফরিদ এ ব্যাপারে আরো জানান, যে তারা নিজেরা ওই বাংলাদেশীর ব্যাপারে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেছেন। কিন্তু তার খোঁজ না পেয়ে বিষয়টি লিখিতভাবে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। সে সূত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে আশ্বস্ত করেছে যে, এ বিষয়ে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুতই তাগিদ দিবে।
নুর মোহাম্মদ পেশায় একজন ব্যবসায়ী। তিনি তিন মেয়ে ও স্ত্রীকে নিয়ে কুয়েতের হাওয়াল্লি এলাকায় কয়েক বছর ধরে বসবাস করে আসছিলেন।
নিউজওয়ান২৪/টিআর