জোক্স
হার্মাদ ডেইলি গাঞ্জা খাইয়া...
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৭:১৯ পিএম, ২১ অক্টোবর ২০১৮ রোববার

ফাইল ছবি
সিংহ সিগারেট ধরাচ্ছিলো... হঠাৎ শিয়াল এসে বললো, ভাই, কেন এসব ছাইপাশ খাচ্ছো? ছেড়ে দাও। এসো আমার সঙ্গে, দেখো, এই বন কি সুন্দর!
সিংহ শিয়ালের সঙ্গে যাওয়া শুরু করলো। কদ্দুর যাবার পর দেখে হাতি ‘বাবা’ ধরাচ্ছে।
শিয়াল আবার বললো, কেন ভাই? কি দুঃখ তোমার? এসব ছেড়ে আমার সঙ্গে চলো, দেখো, এই বন কত নাইস!
হাতি তার পিছে পিছে যাওয়া ধরলো। আবার কিছুদূর যাবার পর দেখে বাঘ মদ খেয়ে টাল।
শিয়াল গিয়ে সুন্দর করে বুঝালো, ছাড়ো না এসব নেশা। আমার সঙ্গে চলো। দেখো, বনটা কত্ত বিউটিফুল!
বাঘ উঠে ঠাডায় একটা থাবড়া মারলো। শিয়াল কয়েক গজ দূরে গিয়ে পড়লো।
হাতি বললো, কী হলো ভাই?! বেচারাতো ভালো কথাই বললো।
বাঘ কইলো, এই হার্মাদ ডেইলি গাঞ্জা খাইয়া এইভাবে সবাইরে নিয়া রাইতভর জঙ্গলে ঘুরায়! (সংগৃহীত)
নিউজওয়ান২৪/আরএডব্লিউ