নারায়ণগঞ্জে মহাসড়কের পাশে ৪ যুবকের লাশ
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৮:৫৮ এএম, ২১ অক্টোবর ২০১৮ রোববার

ফাইল ছবি
নারায়ণগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অজ্ঞাতপরিচয় চার যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার ভোরে আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকায় মহাসড়কের পাশে ওই চারজনের লাশ পাওয়া যায়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন বলছেন, ‘দুই দল সন্ত্রাসীর দ্বন্দ্বে’ এ ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছেন। ঘটনাস্থলে এক রাউন্ড গুলিসহ দুটি পিস্তল এবং একটি মাইক্রোবাস পাওয়া গেছে বলেও জানিয়েছেন তিনি।
পুলিশের পক্ষ থেকে প্রথমে গুলিবিদ্ধ লাশ উদ্ধারের কথা বলা হলেও পরে জানানো হয়, নিহতদের মাথা ছিল থ্যাঁতলানো।
অতিরিক্ত পুলিশ সুপার মামুন বলেন, ঠিক কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত করতে বোঝা যাবে।
নিউজওয়ান২৪/এমএস