সৌদি শহরের আকাশে বিশাল মশকবাহিনী, আতঙ্কে অধিবাসীরা
ইত্যাদি ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ১০:৫৩ এএম, ২৪ জুন ২০১৬ শুক্রবার | আপডেট: ১০:৫৭ এএম, ২৪ জুন ২০১৬ শুক্রবার

ব্যাপক আকারে মশক বাহিনী হামলে পড়তে যাচ্ছে শহরে। আকশ জুড়ে দলে দলে মশা ছুটে বেড়াচ্ছে। সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর কুরায়াতে এ ঘটনা ব্যাপক দুশ্চিন্তার সৃষ্টি করেছে বাসিন্দাদের মাঝে।
তারা আতঙ্কে আছেন কখন ‘উড়ন্ত আপদ’ হামলে পড়ে তাদের বাড়িঘরে।
সম্প্রতি আরবি পত্রিকা আজেল ইউটিউবে প্রচারিত একটি ভিডিও ক্লিপসূত্রে এ খবর দিয়েছে।
কী কারণে পঙ্গলপালের মতো ওই মশকবাহিনী শহরটির দিকে ধেয়ে আসছে তা পরিস্কার না হলেও বাসিন্দারা কর্তৃপক্ষকে এই আপদ ঠেকাতে জোর অনুরোধ করেছে বলে জানা গেছে।
শহরটির একজন আতঙ্কিত অধিবাসী বলেন, জীবনে এই প্রথমবার এমন বিশাল সংখ্যার মশকবাহিনী দেখছি… আমরা একা তাদের মোকাবেলা করতে পারবো না… সরকারি লোকজনকে জানিয়েছি এদের ঠেকাতে এবং ধ্বংস করতে। নইলে এরা আমাদের বাড়িঘরে ঢুকে হামলা করে বসবে।
নিউজওয়ান২৪.কম/একে
ভিডিও দেখুন নিচের লিঙ্কে