NewsOne24

জেতাটাই স্বাভাবিক, হারলে পুরো গল্পটাই অন্যরকম: মাশরাফি

স্পোর্টস ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৭:০৩ পিএম, ২০ অক্টোবর ২০১৮ শনিবার

মাশরাফি

মাশরাফি

টাইগার ক্যাপ্টেন মাশরাফি বলেন, প্রতি ম্যাচের মতো জিম্বাবুয়েও আমাদের জন্য চ্যালেঞ্জ। কারণ, এই ম্যাচটা জিতলে সবাই বলবে এটাই তো স্বাভাবিক, তবে হারলে পুরো গল্পটাই অন্যরকম হয়ে যাবে।

আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, সবার প্রত্যাশা আমরা জিতব, সেটা খুবই স্বাভাবিক। তবে আমার কাছে মনে হয় অন্যান্য দলের বিপক্ষে যে চ্যালেঞ্জটা থাকে, বিশেষ করে শেষ টুর্নামেন্ট, এশিয়া কাপে যে চ্যালেঞ্জটা ছিল, সেটিই থাকবে।

তার মানে অধিনায়ক এই সিরিজকে মোটেও খাটো করে দেখছেন না। প্রতিপক্ষকেও দুর্বল ভেবে উড়িয়ে দিচ্ছেন না। এই দলকে হারাতে হলে শতভাগ দেওয়ার বিকল্প দেখছেন না মাশরাফি।

তিনি বলেন, জিম্বাবুয়ের সিনিয়র ক্রিকেটাররা ফিরেছে। বাংলাদেশের মাটিতে ওদের রেকর্ড খুব সম্ভবত নিজেদের মাঠের পরই বেশ ভালো। সুতরাং জেতার জন্য আমাদের শতভাগ দিয়েই খেলতে হবে। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমাদের সম্ভব সেরা ক্রিকেটটাই খেলতে হবে।

ইনজুরির কারণে এই সিরিজে খেলছেন না বাংলাদেশের দুই মহাতারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। এই দুজনের অনুপস্থিতি দলে কোনো প্রভাব ফেলবে না বলেই মনে হলো ম্যাশের কথায়।

এ ব্যপারে মাশরাফি বলেন, সাকিব আর তামিম যে থাকবে না, এটা আগে থেকেই সবাই জানে। তাই দলের সবাই সেভাবেই প্রস্তুতিটা নিয়েছে। অনেক দিন পর ঘরের মাঠে খেলতে নামছি। অবশ্যই সবাই আত্মবিশ্বাসী। পারফরম করার জন্য সর্বোচ্চ যে প্রস্তুতিটা নেওয়া যায়, সবাই সেটিই নিয়েছে।

নিউজওয়ান২৪/এএস