NewsOne24

ঝিনাইদহে মদ্যপানে ৩ জনের মৃত্যু 

ঝিনাইদহ প্রতিনিধি

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৫:০৬ পিএম, ২০ অক্টোবর ২০১৮ শনিবার

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত


ঝিনাইদহের কালীগঞ্জে মদ্যপানে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন আরো দুজন। বৃহস্পতি ও  শুক্রবার  রাতে তারা মদ্যপানে মারা যান ওই দুজন। 

মৃতরা হলেন- কালিগঞ্জ কলেজ পাড়ার অখিল দাসের ছেলে বিকাশ দাস ওরফে মুন্না (২৫) , শহরের বিমল মিত্রের ছেলে সুভাংকর মিত্র টিটো ও কালীগঞ্জ শহরের বলিদাপাড়া গ্রামের নির্মল কুমারের ছেলে বাপ্পি (৩৫)।

জানা গেছে, হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজোর শেষে সবাই মদ খেয়েছিলেন। এর মধ্যে বৃহস্পতিবার রাতে অতিরিক্ত মদ্যপানে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান মুন্না। শুক্রবার রাতে মদ্যপানে অসুস্থ হন বাপ্পি, টিটোসহ আরো কয়েকজন। তাদের মধ্যে অবস্থার অবনতি হলে মুন্না ও টিটোকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এছাড়া মদ্যপানে অসুস্থ হয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন শহরের নিমাই দাসের ছেলে তপন দাস ও নির্মল দাস।

কালীগঞ্জ থানার ওসি ইউনুস আলী বলেন, অতিরিক্ত মদ্যপানের কারণেই তাদের মৃত্যু হয়েছে। কোথা থেকে মদ কিনেছে সে বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

নিউজওয়ান২৪/এমএম