কক্সবাজারে সর্ববৃহৎ প্রতিমা বিসর্জনে মানুষের ঢল
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৮:৫২ পিএম, ১৯ অক্টোবর ২০১৮ শুক্রবার

ছবি: সংগৃহীত
দুর্গাপূজার দশমীতে প্রতিমা বিসর্জনকে ঘিরে কক্সবাজার সমুদ্র সৈকতের প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে তৈরি হয়েছে মানুষের মিলনমেলা।
পূজারি, ভক্ত, দর্শনার্থী আর পর্যটকসহ সব সম্প্রদায়ের মানুষের মহা মিলনমেলা ঢাক, ঢোল ও কাঁসরের তাল, আরতির বাদ্য বাজনা ও ‘মা দুর্গার জয়’ শ্লোগানে মুখরিত হয়ে উঠে।
সৈকতে সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে আগত অতিথিরা বলেছেন, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন উৎসবকে ঘিরে মানুষের সম্প্রীতি আর উচ্ছ্বাস প্রমাণ করে বাংলাদেশ শান্তি সম্প্রীতির দেশ।
এবারের প্রতিমা বিসর্জনে বান্দরবানের নাইক্ষংছড়ির প্রতিমাসহ কক্সবাজার জেলার ১০৭টি প্রতিমা সমুদ্রে বিসর্জন দেয়া হয়।
হাজার হাজার ভক্ত শ্রদ্ধা নিবেদন করে বিসর্জন মন্ত্রের মাধ্যমে মা দুর্গাসহ অন্যান্য দেব দেবীর প্রতিমা বঙ্গোপসাগরে নিরঞ্জন করেন।
এর আগে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রণজিৎ দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবুল শর্মার সঞ্চালনায় বিজয়া দশমীর অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্র: ইউএনবি
নিউজওয়ান২৪/টিআর