‘আমরা রামকৃষ্ণ মিশনের পাশে আছি’
স্টাফ রিপোর্টার
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ১২:২৭ এএম, ২২ জুন ২০১৬ বুধবার | আপডেট: ১২:৫২ এএম, ২৪ জুন ২০১৬ শুক্রবার

ঢাকা: রাজধানীতে রামকৃষ্ণ মিশনের ধর্মগুরুকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানোর পটভূমিতে গোপীবাগের ওই আশ্রমে গিয়ে প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের সাহস দিতে সচেষ্ট হয়েছে বিএনপির একটি প্রতিনিধি দল।
ঘটনার এক সপ্তাহ পর হলেও তাদের এই পরিদর্শনে মিশনে কিছুটা স্বস্তি দেখা গেছে বলে জানা গেছে।
মঙ্গলবার দুপুরে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রতিনিধিদলটি মিশন অধ্যক্ষ স্বামী ধ্রুবেশা নন্দজী মহারাজের সঙ্গে দেখা করে। এসময় তারা জানান, বিএনপি মিশনের পাশে থাকবে।
গত বুধবার আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএসের নামে চিঠি পাঠিয়ে রামকৃষ্ণ মিশনের এক গুরুকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। ওই ঘটনায় সেদিন রাতেই স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করেন ওই ধর্মগুরু।
এদিকে রামকৃষ্ণ মিশন অধ্যক্ষের সঙ্গে সাক্ষাত শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ সাংবাদিকদের বলেন, “রামকৃষ্ণ মিশনে চিঠি দিয়ে হত্যার হুমকিতে সারাদেশের জনগণ উদ্বিগ্ন, আমরাও উদ্বিগ্ন। এহেন হুমকির আমরা নিন্দা জানাই।”
তিনি আরও জানান, হুমকির বিষয়টি উপলব্ধি করে দলের চেয়ারপারসনের নির্দেশে একাত্মতা প্রকাশ করতে মিশনে এসেছেন তারা।
তিনি বলেন, “আমরা রামকৃষ্ণ মিশনের পাশে আছি।”
দেশে জঙ্গিবাদ ও উগ্রবাদের উত্থানের পেছনে গণতন্ত্র না থাকাকে দায়ী করেন তিনি।
খন্দকার মোশাররফ ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, কেন্দ্রীয় নেতা নিতাই রায় চৌধুরী, খায়রুল কবীর খোকন, আবদুস সালাম আজাদ, জয়ন্ত কুমার কুণ্ড।
নিউজওয়ান২৪.কম/এসএল