ফিক্সিংয়ে বেশি জড়িত ভারতীয়রা?
স্পোর্টস ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৫:৩০ পিএম, ১৯ অক্টোবর ২০১৮ শুক্রবার
ফাইল ছবি
জুয়াড়িরা বাড়তি উপার্জনের জন্য অবৈধ অর্থের বিনিময়ে কোনো দল বা খেলোয়াড় নতুবা টিম ম্যানেজমেন্টকে ম্যাচের নিয়মবহির্ভূত নির্দিষ্ট কিছু করতে রাজি করান। তখনই সেটা হয় ম্যাচ ফিক্সিং।
জুয়াড়িদের মাধ্যমে আর্থিকভাবে লাভবানা হওয়ার কারণে বিশ্বক্রিকেটে অনেকেই জড়িয়েছেন এই ফিক্সিংয়ে। এতে ফাঁদে পড়ে অনেকেই হারিয়েছেন নিজের ক্যারিয়ার।
তবে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি কড়া নজরদারির কারণে এ সংখ্যা অনেকটা কমে এসেছে। কদিন আগেই আইসিসির এন্টি করাপশন ইউনিট ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত করেছে সাবেক লঙ্কান কিংবদন্তি সনৎ জয়াসুরিয়াকে।
এই তালিকায় সবচেয়ে বেশি নাম উঠে এসেছে পাকিস্তান ক্রিকেটারদের নাম। তবে আইসিসির এন্টি করাপশন ইউনিটের মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল জানিয়েছেন সারা বিশ্বেই কম বেশি ফিক্সিং হলেও, সেগুলোর বেশিরভাগই করে থাকে ভারতীয় জুয়াড়িরা।
জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান মার্শাল।
শ্রীলঙ্কায় আইসিসির সন্দেহভাজন তালিকায় থাকা সবাই স্থানীয় কি-না জিজ্ঞেস করা হলে মার্শাল বলেন, শ্রীলঙ্কায় জুয়াড়িরা স্থানীয় এবং ভারতীয়ই হয় বেশি। আর আপনি যদি সারাবিশ্বের কথা বলেন তাহলে বেশির ভাগ দুর্নীতিবাজ জুয়াড়িরাই ভারতীয়।
নিউজওয়ান২৪/এমএস