নবজাতককে ছাদ থেকে ফেলে মায়ের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৪:১১ পিএম, ১৯ অক্টোবর ২০১৮ শুক্রবার

ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালের ছাদ থেকে নিজের চার দিনের নবজাতক ছেলেকে ফেলে দেয়ার পার লাফ দিয়ে মা সীমা আক্তার (২৫) আত্মহত্যা করেছেন।
শুক্রবার সকালে শহরের পুরাতন জেলরোড এলাকার লাইফ কেয়ার নামক একটি বেসরকারি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সীমা সদর উপজেলার ঘাটিয়ার গ্রামের প্রবাসী মনির মিয়ার স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, সীমাকে গত ১৬ অক্টোবর পরিবারের লোকজন বাচ্চা প্রসব করার জন্য লাইফ কেয়ার নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। তারপর তার ছেলে বাচ্চা প্রসব হলে তিন দিন ধরে চিকিৎসা চলছিল।
শুক্রবার সকাল ১০টায় বিল দিয়ে সীমার হাসপাতাল ত্যাগ করার কথা ছিল। কিন্তু বিল নিয়ে সীমার সাথে তার মা রেহেনা বেগমের কথা কাটাকাটি হয়। পরে হাসপাতালের ছাদে উঠে প্রথমে তার নবজাতক ছেলেকে ফেলে দেন সীমা। পরে তিনি নিজেও লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি সেলিম উদ্দিন জানান, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিউজওয়ান২৪/এএস