‘কথাটা’ স্মৃতির পাতায় জমা রইলো
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১১:৩৬ এএম, ১৯ অক্টোবর ২০১৮ শুক্রবার
ফাইল ছবি
‘হাসতে দেখো গাইতে দেখো’ এই গানের মধ্য দিয়ে অনেক অপ্রকাশিত কথা বলেছিলে গিটার জাদুকর আইয়ুব বাচ্চু। এ গানটি গেয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় এসেছিল ক্ষুদে প্রতিভা রাফসান। তার গান শুনে আইয়ুব বাচ্চুও অনেক প্রশংসা করেছিলেন।
এই প্রতিভাবান রাফসানের অ্যালবামের জন্য সুরও করবেন বলে জানিয়েছিলেন এবি। কিন্তু তার সেই কথা আজ শুধুই স্মৃতির পাতায় জমা হয়ে রইলো। আর কখনো গিটার হাতে সুর করতে, গাইতে দেখা যাবে এই কিংবদন্তীকে।
হঠাৎ না ফেরার দেশে পাড়ি জমালেন আইয়ুব বাচ্চু। কিংবদন্তি এই ব্যান্ড তারকার অকাল প্রয়াণে মর্মাহত রাফসান। শিশুশিল্পী রাফসান জানায়, আইয়ুব বাচ্চু স্যার মারা গিয়েছেন। আমি উনার একজন অনেক বড় ভক্ত। তিনি আমাকে অনেক ভালোবাসতেন এবং আমিও উনাকে অনেক ভালোবাসতাম।
রাফসান আরো জানায়, স্যার আমাকে বলেছিলেন, আমার ৮টা গানের সুর-সঙ্গীতায়োজন করে দিবেন। কিন্তু উনার এই সময়টা আর হলো না এবং আর কখনো হবে না। তিনি আমাদের ছেড়ে অনেক দূরে চলে গিয়েছেন। উনার জন্য সবাই প্রাণ খুলে দোয়া করবেন।
নিউজওয়ান২৪/এএস