NewsOne24

দুই জঙ্গির লাশ নিতে কেউ আসছে না

নরসিংদী প্রতিনিধি

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৫:১৮ পিএম, ১৮ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

নরসিংদীর জঙ্গি আস্তানায় নিহত দুই জঙ্গির লাশ নিতে কেউ আসছে না।

পুলিশ জানায়, শেখেরচরে নিহত দুই নব্য জেএমবি সদস্য আব্দুল্লাহ আল বাঙালি ও তার স্ত্রী আকলিমা আক্তার মনির লাশ ময়নাতদন্ত শেষে নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের স্বজনরা মরদেহ নিতে আসছে না। না এলে বেওয়ারিশ হিসেবে আঞ্জুমানে মফিদুল ইসলামে দেয়া হবে।

এদিকে, দুই জেএমবি সদস্য নিহত ও দুইজনের আত্মসমর্পণের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে পুলিশ বাদী হয়ে মাধবদী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা দায়ের করেছে।

নরসিংদীর এসপি সাইফুল্লাহ আর মামুন ও মাধবদী থানার ওসি আবু তাহের দেওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।

নরসিংদীর এসপি সাইফুল্লাহ আল মামুন জানান, জঙ্গি আস্তানার ঘটনাটি কাউন্টার টেরোরিজম ইউনিট খতিয়ে দেখছে। জেলা পুলিশ এতে সহায়তা করছে। লাশ ময়নাতদন্ত শেষে এখনও সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আত্মসমর্পণকারী দুই নারী জঙ্গি খাদিজা পারভীন মেঘলা ও ইশরাত জাহান মৌসুমী ওরফে মৌ তাদের হেফাজতে রয়েছে।

জঙ্গী অভিযান সমাপ্ত হবার পর স্বস্তির বাতাস বইছে মাধবদী ও শেখেরচরে।

নিউজওয়ান২৪/জেডএস