টেলিস্কোপে ত্রুটি...
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৫:১০ পিএম, ১৮ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার
ফাইল ছবি
নাসার চন্দ্র টেলিস্কোপে দেখা দিয়েছে ত্রুটি। হাবল টেলিস্কোপ সেফ মোডে চলে যাওয়ায় এমনটি হয়েছে বলে জানায় নাসা। যে কোন মহাকাশযানকে নির্দিষ্টভাবে পরিচালনা করার জন্য ব্যবহৃত হয়ে থাকে জায়রোস্কোপ।
হাবল স্পেস টেলিস্কোপ সোজা রাখার দায়িত্ব ছিল মোট ৩ টি জায়রোস্কোপের। কিন্তু তার মধ্যে একটি নষ্ট হয়ে যাওয়ায় সেফ মোডে চলে যায় টেলিস্কোপটি।
নাসা জানায়, জায়রোস্কোপ নষ্ট হওয়ার চন্দ্র এক্স–রে অবজার্ভেটরি সেফ মোডে চলে গিয়েছে। টেলিস্কোপ সেফ মোডে চলে যাওয়ার কারণ তদন্ত করা শুরু হয়েছে বলে জানায় নাসা।
হাবল স্পেস টেলিস্কোপকে আবার কাজে ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে নাসা। তবে ঠিক না হওয়া পর্যন্ত হাবলের যাবতীয় কাজকর্ম বন্ধ রাখা হয়েছে। এছাড়া তাদের আরেকটি টেলিস্কোপ কেপলারেরও জ্বালানি প্রায় শেষের পথে বলে জানিয়েছে নাসা।
নিউজওয়ান২৪/জেডএস