NewsOne24

সড়কের বেহাল দশা, দেখার কেউ নেই!

টেকনাফ প্রতিনিধি

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৪:৪৭ পিএম, ১৮ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

কক্সবাজার-টেকনাফ সড়কে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলছে সাধারণ মানুষ। ভারী যানবাহনের কারণে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি।

সড়ক সংস্কার ও খানা-খন্দ ভরাটের জন্য সড়ক ও সেতু মন্ত্রণালয় টাকা বরাদ্দ দেয়। কিন্তু সওজের দায়িত্বহীনতা ও দুর্নীতির কারণে সড়কটির সংস্কার ঠিকমত করা হয়নি। ফলে সড়কটির উখিয়া অংশে অচল অবস্থার সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানান, মিয়ানমারের রোহিঙ্গারা কুতুপালং, থাইংখালী, বালুখালী, পালংখালীতে আশ্রয় নেয়ার পর উখিয়ার সড়কগুলোতে নৈরাজ্য দেখা দিয়েছে। রোহিঙ্গাদের জন্য শত শত ত্রাণবাহী ট্রাক যাতায়াতের কারণে সড়কে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। রোহিঙ্গাদের মানবিক সেবার নামে আই এনজিও, দেশীয় এনজিও ও দাতা সংস্থার শত শত গাড়ি চলাচল বৃদ্ধি পেয়েছে।

এদিকে রাজনৈতিক নেতাদের অভিমত আর্ন্তজাতিক সংস্থাগুলো রোহিঙ্গাদের জন্য হাজার হাজার মিলিয়ন ডলার বরাদ্দ দিলেও সড়ক সংস্কারের জন্য তাদের নীরব ভূমিকা প্রশ্নবিদ্ধ।

উখিয়া ইউএনও নিকারুজ্জামান চৌধুরী জানান, সড়কের দুপাশে ৬ ফুট প্রস্থ করার জন্য বিশ্ব ব্যাংক অর্থ বরাদ্দ দেয়ার ঘোষণা দিয়েছে। বরাদ্দ আসলে সড়কের কাজ শুরু হবে।

নিউজওয়ান২৪/জেডএস