‘সহজ সরল’ চাষার পাল্লায় ‘স্মার্ট’ সাংবাদিক
জোকস ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ১২:১৯ পিএম, ১৯ জুন ২০১৬ রোববার | আপডেট: ০১:২৮ পিএম, ২০ জুন ২০১৬ সোমবার

গ্রামের আলাভোলা সহজ-সরল কৃষক দুটো ছাগল নিয়ে যাচ্ছিল। এসময় সেখানে অলস সময় কাটাচ্ছিলেন এক শহুরে ‘স্মার্ট’ সাংবাদিক। তিনি ভাবলেন একখান সাক্ষাৎকার নিয়ে নেই ‘গাঁইয়া চাষাটার’। প্রস্তাবে কৃষক রাজি হলেন। তবে সাংবাদিকের অতি খানদানি ভাবভঙ্গি পছন্দ হয়নি ‘খ্যাত’ কৃষকের। তিনি একটু মুচকি হেসে নিলেন। তো সাক্ষাৎকার শুরু হলো…
সাংবাদিক : তুমি ছাগল দুটোকে কী খেতে দাও?
কৃষক : কোন ছাগলটাকে, সাদাটাকে না কালোটাকে?
সাংবাদিক : কালোটাকে?
কৃষক : ঘাস
সাংবাদিক : আর সাদাটাকে?
কৃষক : ওটাকেও ঘাস খেতে দিই।
সাংবাদিক : তুমি ছাগল দুটোকে কোথায় বেঁধে রাখো?
কৃষক : কোন ছাগলটাকে, সাদাটাকে না কালোটা?
সাংবাদিক : কালোটাকে?
কৃষক : গোয়ালে, একটা খুঁটির সাথে।
সাংবাদিক : আর সাদাটাকে?
কৃষক : ওটাকেও গোয়ালে ওই একই খুঁটির সাথে।
সাংবাদিক : তুমি ছাগল দুটোকে কী দিয়ে পরিষ্কার কর মানে গোসল করাও?
কৃষক : কোন ছাগলটাকে, সাদাটাকে না কালোটাকে?
সাংবাদিক : কালোটাকে?
কৃষক : পানি দিয়ে করাই।
সাংবাদিক : আর সাদাটাকে?
কৃষক : ওটাকেও পানি দিয়েই গোসল করাই।
সাংবাদিক :(প্রচণ্ড রেগে গিয়ে) শালা, হারামী...দুটো ছাগলের সঙ্গেই যখন সবকিছু একরকম হচ্ছে তখন বারবার আমাকে জিজ্ঞাসা করছিস কেন যে সাদা ছাগল টা না কালোটা!?
কৃষক : কারণ, কালো ছাগলটা আমার।
সাংবাদিক : আর সাদা ছাগলটা?
কৃষক : ওটাও আমারই।
এই শুনে সাংবাদিক অজ্ঞান। যখন জ্ঞান ফিরলো তখন কৃষক সাংবাদিককে বললো- এবার বুঝলি তো!
সাংবাদিক : (কাতর কণ্ঠে) কী বুঝবো ভাই?
কৃষক : খন টিভিতে একই খবর বারবার বলে আমাদের কানের পোকা মেরে দিস তখন আমাদের কেমন লাগে?
(সংগৃহীত)
নিউজওয়ার২৪.কম/এসএল