না ফেরার দেশে আইয়ুব বাচ্চু
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১০:২০ এএম, ১৮ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার
ফাইল ছবি
জনপ্রিয় ব্যান্ডদল এলআরবি’র লিড গিটারিস্ট ও ভোকাল, বাংলা সংগীতাঙ্গনের কিংবদন্তি আইয়ুব বাচ্চু মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বৃহস্পতিবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৬ বছর। স্কয়ার হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বিষয়টি নিউজওয়ান২৪ নিশ্চিত করে বলেন, জনপ্রিয় এ সংগীতশিল্পী সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে ইন্তেকাল করেন। মরদেহ এখনো জরুরি বিভাগে রয়েছে।
তাছাড়া আইয়ুব বাচ্চুর ব্যান্ড ‘এলআরবি’র ম্যানেজার শামীম আহমেদও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হৃদরোগে আক্রান্ত হওয়ায় সকালে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত জগতের নক্ষত্র আইয়ুব বাচ্চুর জন্ম ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে। তিনি একাধারে গায়ক, লিডগিটারিস্ট, গীতিকার, সুরকার ও প্লেব্যাক শিল্পী ছিলেন।
এলআরবি ব্যান্ড দলের লিড গিটারিস্ট এবং ভোকাল বাচ্চু বাংলাদেশের ব্যান্ড জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের একজন। এর আগে তিনি দশ বছর সোলস ব্যান্ডের সঙ্গে লিড গিটারিস্ট হিসেবে যুক্ত ছিলেন।
সঙ্গীতজগতে তার যাত্রা শুরু হয় ফিলিংসের মাধ্যমে ১৯৭৮ সালে। অত্যন্ত গুণী এই শিল্পী তার শ্রোতা-ভক্তদের কাছে এবি (AB) নামেও পরিচিত।
মূলত রক ঘরানার কন্ঠের অধিকারী হলেও আধুনিক গান, ক্লাসিকাল সঙ্গীত এবং লোকগীতি দিয়েও শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি।
নিউজওয়ান২৪/জেডএস