খিলগাঁওয়ে গোয়েন্দাদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’: অজ্ঞাত পরিচয় যুবক নিহত
স্টাফ রিপোর্টার
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ১১:৪৪ এএম, ১৯ জুন ২০১৬ রোববার | আপডেট: ০২:৫৩ পিএম, ১৯ জুন ২০১৬ রোববার

ঢাকা: শনিবার রাত ২টার দিকে খিলগাঁও মেড়াদিয়া বাঁশপট্টি এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলিতে অজ্ঞাত পরিচয় এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে জানিয়েছে খিলগাঁও থানা পুলিশ।
থানার এসআই আল মামুনের ভাষ্য জানা যায়, নিহতের বয়স আনুমানিক ২৫ বছর।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, শনিবার দিনগত রাত ৩টার দিকে খিলগাঁও থানা পুলিশ গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে নিয়ে আসে। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জিনস প্যান্ট ও গেঞ্জি পরনে নিহত যুবকের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
কী বিষয় নিয়ে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
নিউজওয়ান২৪.কম/ডিডব্লিউ