ড. কামাল মাথা নয়, লেজ: ইনু
কুষ্টিয়া প্রতিনিধি
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৮:০৪ পিএম, ১৭ অক্টোবর ২০১৮ বুধবার

ফাইল ছবি
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকারবিরোধী ঐক্যের সব ভাবভঙ্গি দেখার পর বুঝতে পারলাম যে, ড. কামাল হোসেন এই জোটের মাথা নয়। তিনি বিএনপি জামায়াতের লেজমাত্র। বুধবার দুপুরে কুষ্টিয়া মিরপুর উপজেলার তালবাড়িয়া স্কুল মাঠে এক সুধী সমাবেশে যোগ দেয়ার আগে তিনি এ কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, এই মুহুর্তে যে ঐক্যটা হয়েছে, সেটা ঐক্য নয়, বিএনপিকে ক্ষমতায় বসানোর একটা পায়তারা মাত্র। আর বিএনপিকে ক্ষমতায় বসানোর মানে হচ্ছে রাজাকার-জঙ্গির কাছে দেশটাকে ইজারা দেয়া।
তথ্যমন্ত্রী বলেন, ১৪ বছর ধরে গ্রেনেড হামলার মামলা হয়েছে, উন্মুক্ত আদালতে, শতাধিক লোক স্বাক্ষী ছিল, এটা চুলচেরা বিশ্লেষণ হয়ে এ মামলার রায় হয়েছে। ১৪ বছর পর বিএনপি-কামাল হোসেনরা বলছেন এটা রাজনৈতিক মামলা! এটা মিথ্যাচার ছাড়া আর কিছুই না।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল প্রমুখ।
নিউজওয়ান২৪/এএস