NewsOne24

চার জঙ্গির তিনজনই মানারাত বিশ্ববিদ্যালয়ের

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৪:৫৫ পিএম, ১৭ অক্টোবর ২০১৮ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নরসিংদীতে দুই জঙ্গি আস্তানার একটিতে অভিযানের পর বুধবার সকাল থেকে অপর আস্তানা মাধবদী পৌর এলাকার ছোট গদাইরচর (গাংপার) মহল্লার সাততলা বাড়ি থেকে আত্মসমর্পণ করেছেন দুই নারী জঙ্গি। নরসিংদীর শেখেরচরে নিহত দুই জঙ্গির সঙ্গে আত্মসমর্পণ করা ২ নারী জঙ্গির যোগাযোগ ছিল বলে জানিয়েছে কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি)। এই চার জঙ্গির মধ্যে তিনজনই মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

আত্মসমর্পণকারী ওই দুই নারীকে আটকের পর আজ সাংবাদিকদের কাছে ব্রিফিংয়ে সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম বলেন, এ পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, ওই দু’জনের একজন একটি জঙ্গি সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতা। তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ সম্ভব হলে আরো অনেক তথ্য বের করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তবে পূজাকে কেন্দ্র করে এদের কোনো নাশকতার উদ্দেশ্য ছিল না বলেও জানিয়েছেন মনিরুল ইসলাম।

এখন পর্যন্ত দুই নারীর কাউকেই গ্রেপ্তার করা হয়নি জানিয়ে মনিরুল ইসলাম বলেন: দু’জনেরই নাম জানা গেছে। তবে তারা মূলত সাংগঠনিক নাম ব্যবহার করে বলে এ নামগুলো ব্যবহার করে এদের আসল পরিচয় বের করা হবে।

মঙ্গলবার ও বুধবারের অভিযানে পাওয়া ৪ জঙ্গির মধ্যে ২ জনই মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বলেও জানানো হয়েছে। এদের মধ্যে তিনজন গুলশানে হলি আর্টিজানে হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তারও হয়েছিল। এই দুই নারীকে আটকের মধ্য দিয়ে অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে পুলিশ।

নিউজওয়ান২৪