NewsOne24

বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা পাকিস্তানের চেয়ে ৪ ধাপ এগিয়ে বাংলাদেশ

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৪:১৬ পিএম, ১৭ অক্টোবর ২০১৮ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচক ২০১৮-তে বাংলাদেশের অবস্থান এক ধাপ অবনমন হয়ে ১০৩তম হয়েছে। তবে এই তালিকায় পাকিস্তানের চেয়ে চার ধাপ এগিয়ে আছে বাংলাদেশ।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)-এই সূচক তৈরি করেছে। আজ বুধবার চলতি বছরের শুরুতে চালানো জরিপের ভিত্তিতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বিশ্বব্যাপী একযোগে এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরে।

ঢাকার সিরডাপ মিলনায়তনে ফোরামের পক্ষে বাংলাদেশে প্রতিবেদনটি প্রকাশ করে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। ‘বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচক ২০১৮’-এ কেমন অবস্থান বাংলাদেশের? ২০১৮ সালে কেমন ছিল বাংলাদেশের ব্যবসার পরিবেশ? তা তুলে ধরতেই এ সূচক প্রকাশ করা হয়েছে। 

এ বছর বাংলাদেশের স্কোর ৫২। তালিকায় এবার শীর্ষস্থান যুক্তরাষ্ট্রের। ভারত ৫ ধাপ এগিয়ে পৌঁছেছে ৫৮ তে।

নিউজওয়ান২৪/এএস