NewsOne24

জিম্বাবুয়ে সিরিজের ম্যানেজার আকরাম, লজিস্টিক দেবব্রত

স্পোর্টস ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৫:১১ পিএম, ১৬ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজে ম্যানেজারের দায়িত্ব পালন করবেন আকরাম খান। এছাড়া লজিস্টিক ম্যানেজারের দায়িত্ব পালন করবেন দেবব্রত পাল। জাতীয় দলের সাবেক অধিনায়ক সুজন দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করায় দেবব্রত পালকে লজিস্টিক ম্যানেজারের দায়িত্ব দেয়া হচ্ছে। 

জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার হিসেবে তিনি ক্রিকেটারদের আনুষাঙ্গিক সুযোগ সুবিধা নিশ্চিতের পাশাপাশি অনুশীলন সূচি দেখভাল করা ও ক্রিকেটারদের প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করবেন।

এক সময়ের মিডিয়াম পেসার দেবব্রত খেলোয়াড়ি জীবনে দেশের অন্যতম শীর্ষ ক্রীড়াশক্তি আবাহনীর হয়ে সুনামের সাথে খেলেছেন। দেশের ক্রিকেটারদের ওয়েলফেয়ার সংগঠন ‘কোয়াব’-এর সদস্য সচিব হিসেবে বেশ অনেক দিন দায়িত্ব পালন করেন দেবব্রত। এছাড়া সর্বশেষ ক্রিকেটে বাংলাদেশ জাতীয় যুব অনূর্ধ-১৯ দলের ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন।

যেহেতু দেশের মাটিতে খেলা তাই নির্বাচকরা দল গঠনে সরাসরি সম্পৃক্ত থাকবেন। দেবব্রত পাল শুধুমাত্র লজিস্টিক ম্যানেজারের দায়িত্ব পালন করলেও মূল ম্যানেজারের দায়িত্বটা পালন করবেন বোর্ড পরিচালক আকরাম খান।

নিউজওয়ান২৪/এএস