NewsOne24

নায়কের চোখে ‘কে সেরা’?

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১১:২৬ এএম, ১৬ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

অভিনেতা ফেরদৌস আহমেদ। নান্দনিক অভিনয়ের জন্য এ পর্যন্ত একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। তাছাড়া এরই মধ্যে মিডিয়ার বিভিন্ন অঙ্গনে সাফল্যের স্বাক্ষরও রেখেছেন এই অভিনেতা। উপস্থাপনা, মডেলিং আর অভিনয় ‘নৈপূণ্যে’ মন জয় করেছেন সিনেমাপ্রেমীদের।

এদিকে, ফেরদৌসের চলচ্চিত্র যাত্রা বিংশ শতাব্দীর শেষ দশকে। তার অভিনীত প্রথম চলচ্চিত্র প্রয়াত নায়ক সালমান শাহ এর অসমাপ্ত কাজ ‘বুকের ভিতর আগুন’, এটির পরিচালক ছিলেন ছটকু আহমেদ।

তাছাড়া এই নায়ক ঢালিউড ছাড়াও কলকাতার বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করছেন নিয়মিত। ‘মিট্টি’ নামে একটি বলিউড চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন।

১৯৯৮ সালে তিনি খ্যাতিমান চলচ্চিত্রকার বাসু চ্যাটার্জি পরিচালিত ‘হঠাৎ বৃষ্টি’ ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। চলচ্চিত্র শিল্পে তার অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কারে ভূষিত হয়েছেন। ছবিগুলো হলো, ‘হঠাৎ বৃষ্টি’, ‘গঙ্গাযাত্রা’, ‘কুসুম কুসুম প্রেম’ ও ‘এক কাপ চা’।

সম্প্রতি দেশের আটটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘মেঘ কন্যা’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন নিঝুম রুবিনা।

এদিকে, এই জনপ্রিয় নায়কের কাছে জানতে চাওয়া হয়, অনেক নায়িকার সঙ্গে-তো জীবনে অভিনয় করেছেন। তাদের মধ্য থেকে মৌসুমী, শাবনূর, পূর্ণিমা ও পপির মধ্যে কাকে এগিয়ে রাখবেন।

নায়ক ফেরদৌস বলেন, তাদের সকলেই ভালো অভিনয়শিল্পী। তবে আমার কাছে পূর্ণিমাই সেরা।

নিউজওয়ান২৪/জেডএস