NewsOne24

না ফেরার দেশে ‘কিবোর্ড বাদক’ হ্যামলেট তুষার

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৫:২৮ পিএম, ১৫ অক্টোবর ২০১৮ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

‘কিবোর্ড বাদক’ হ্যামলেট তুষার। রোববার রাতে না ফেরার দেশে চলে গেলেন তিনি। রাজধানীর নিজ বাসায় মৃত্যুবরণ করেন এই বাদক। তার মৃত্যুতে মিউজিক ইন্ডাস্ট্রিতে নেমেছে শোকের ছায়া।

তুষার দেশের জনপ্রিয় ব্যান্ডদল ‘সোলস’র সঙ্গে যুক্ত ছিলেন। ২০০৯-২০১০ সালে তিনি ‘সোলস’র সঙ্গে কিবোর্ড বাজাতেন। তার মৃত্যুর খবর শোনার পর দেশের অনেক শিল্পী ও শোভাকাঙ্ক্ষিরা নিজেদের ফেসবুকে লিখেছেন শোক জানিয়েছেন।

এদিকে, তার সঙ্গে একটি ছবি ফেসবুকে শেয়ার করে সঙ্গীতশিল্পী সিঁথি সাহা লিখেছেন, এটা দুই সপ্তাহ আগে হ্যামলেট তুষার ভাইয়ের সঙ্গে তোলা ছবি। ভাইয়া এত কিসের তাড়া ছিল তোমার? বিশ্বাস হচ্ছে না। এজন্যই কি এত বছর একসঙ্গে কাজ করা হলো? এই কাজ না হলেই ভালো ছিল। ভাইয়া এভাবে ছেড়ে গেলে!’

সঙ্গীতশিল্পী প্রীতম হাসান তুষারের একটি ছবি শেয়ার করে ফেসবুকে লিখেছেন, বাংলাদেশের একজন গুণী কিবোর্ড বাদক হ্যামলেট তুষার চলে গেলেন না ফেরার দেশে। ওপারের জীবনে মহান আল্লাহ তাকে শান্তিতে রাখুন।

নিউজওয়ান২৪/এএস