NewsOne24

২৫ বছরে শাবনূর!

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৪:৩৫ পিএম, ১৫ অক্টোবর ২০১৮ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

শাবনূর। ১৯৯৩ সালের ১৫ অক্টোবর ‘চাঁদনী রাতে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক। সে হিসেবে আজ ২৫ বছরে পদার্পণ করলেন শাবনূর। তবে এতদিনের পথচলা তেমন সহজ ছিল না নায়িকা। বেশ চড়াই-উৎরাই এই পর্যন্ত এসেছেন তিনি।

২৫ বছর প্রসঙ্গে শাবনূর বলেন, দেখতে দেখতে সময়টা চলে গেল। ভেবেছিলাম অনেক ঘটা করে দিনটি পালন করবো। কেক কাটবো, অনুষ্ঠান করবো, সাংবাদিকদের ও চলচ্চিত্রের মানুষদের দাওয়াত দেব। কিছুই হলো না।

দুই সপ্তাহ ধরে এমন অসুস্থ যে, কিছুই করতে পারলাম না। জ্বরে মাথা উঁচু করার শক্তিও পাচ্ছি না।

এদিকে, সিনেমার প্রথম দিনের অভিজ্ঞতাও শেয়ার করেছেন এই নায়িকা। বললেন, দিনটির কথা কোনদিন ভুলবো না। শুটিং ছিল, যার তাতে আমার একটা ছোট সংলাপ, পরে গানের দৃশ্য।

গানটির জন্য আগের দিন বসলাম নাচের মেয়েদের সঙ্গে। ওরা তো আমাকে দেখে অবাক। এত ছোট মেয়ে, ক্যামেরার সামনে কী করবে! তা ছাড়া নাচের মুদ্রা তো ধরতেই পারবে না। কত শট যে এনজি (নট গুড) হবে তারো ঠিক নেই!

তাছাড়া পরের দিন শুটিংয়ে আমাকে মেকআপ করা অবস্থায় দেখে তারাই অবাক হলো। একজন তো বলেই ফেলল, মেকআপ নিলে তো পুরোই ববিতার মতো লাগে!

তার কিছুক্ষণ পরে ক্যামেরা ওপেন হলো। শট রেডি। আমার সংলাপ, নায়ককে বলতে হবে। ডায়লগ ছিল এমন, ‘এই চোর, চোর বেটা!’ এক টেকেই শট দিয়ে দিলাম। পরিচালকও বলল ওকে। নাচের মেয়েরাও বেশ অবাক হলো। পরে ওদের সঙ্গে নাচতে শুরু করলাম। একপর্যায়ে তারা হার মানতে বাধ্য হলো।

এদিকে, শাবনূরের কাছে জানতে চাওয়া হয়, একাধারে সালমান শাহ, ওমর সানী, মান্না, রিয়াজ, শাকিল খান, ফেরদৌস ও শাকিব খানের সঙ্গে ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন। তাদের মধ্যে কার সঙ্গে জুটি বেশি পছন্দ করেছেন দর্শক?

এমন প্রশ্নের জবাবে শাবনূর ডেইলি বাংলাদেশকে বলেন, আমরা সবাই শিল্পী। আলাদা করে তাদেরকে নিয়ে কিছু বলার নেই। তবে সালমান আর আমার জুটিটা ছিল অনবদ্য। মানুষ এখনো আমাদের মিস করে।

তাছাড়া ওইসময় পরিচালকরা যেমন আমাদের নিয়ে কাজ করতে পছন্দ করতেন, তেমনি দর্শকরাও আমাদের সাদরে গ্রহণ করেছিলেন।

তাছাড়া সানী ভাইও দারুণ। তার সঙ্গে সেটে খুব দুষ্টুমি করতাম। তাছাড়া রিয়াজ, শাকিল খান, ফেরদৌস, শাকিব খান সবাই আমার কাছে সমান। প্রত্যেকেরই অভিনয় অসাধারণ। একজন দর্শক হিসেবে যদি বিচার করি, তারা প্রত্যেকেই বেশ দুর্দান্ত অভিনয় করেন।

নিউজওয়ান২৪/এএস