ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
স্পোর্টস ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৩:২৭ পিএম, ১৫ অক্টোবর ২০১৮ সোমবার
দুদলই এখন সৌদি আরবে। রিয়াদে প্রস্তুতিপর্ব সম্পন্ন করে এখন মহারণের অপেক্ষায় প্রহর গুনছেন উভয় দলের খেলোয়াড়রা। মঙ্গলবার জেদ্দায় বাংলাদেশ সময় রাত ১২টায় আগুনে প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা।
ম্যাচটি প্রীতি হলেও চিরপ্রতিদ্বন্দ্বী দুদলের কেউ-ই তা মানতে রাজি নয়। ব্রাজিলীয় কোচ তিতে সরাসরি জানিয়ে দিয়েছেন- এটি কোনো প্রীতি ম্যাচ নয়; আর্জেন্টিনা ফরোয়ার্ড মাউরো ইকার্দিও স্মরণ করিয়ে দিয়েছেন- দুদলের মধ্যে প্রীতি ম্যাচ কখনও প্রীতি হয় না।
তাই মাঠে গড়ানোর আগেই ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশ্বের কোটি ফুটবলপ্রেমী উন্মুখ হয়ে আছে তাদের তুমুল লড়াই দেখার জন্য। তুলনামূলকভাবে আলবিসেলেস্তেদের চেয়ে সেলেকাওদের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছেন নেইমাররা। সেখানে দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেছেন লিওনেল মেসিরা। বিশ্বকাপের পরের পারফরম্যান্সটাও আর্জেন্টাইনদের চেয়ে ভালো ব্রাজিলিয়ানদের।
রাশিয়া বিদায়-পরবর্তী সময়ে খুব বেশি পরিবর্তন আসেনি ব্রাজিল দলে। তবে একাধিক রদবদল এসেছে আর্জেন্টিনা দলে। বাইরে আছেন অভিজ্ঞ লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, অ্যাঞ্জেল ডি মারিয়া, সার্জিও আগুয়েরোরা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে- ছন্দে থাকা ব্রাজিলের বিপক্ষে খেলছেন কারা?
চিরশত্রুদের বিপক্ষে অগ্নিগর্ভ ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে খেলতে দেখা যেতে পারে কয়েকজন নতুন মুখকে। গোল করার দায়িত্বে থাকতে পারেন পাওলো দিবালা, মাউরো ইকার্দি ও অ্যাঞ্জেল কোরেয়া। গোলপ্রহরীর দায়িত্ব পালন করতে পারেন সার্জিও রোমেরো।
আর্জেন্টিনা সবশেষ ম্যাচ খেলে ইরাকের বিপক্ষে। সেই ম্যাচে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশটিকে ৪-০ গোলে হারান দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গুঞ্জন- ব্রাজিলের বিপক্ষে সেই ম্যাচে খেলা আলবিসেলেস্তে একাদশে বেশ কিছু পরিবর্তন আসছে।
আর্জেন্টিনা সম্ভাব্য একাদশ: রোমেরো, সারাভিয়া, পেজ্জেল্লা, ওতামেন্দি, ত্যাগলিয়াফিকো, পারদেস, বাত্তাগলিয়া, লো সেলসো, দিবালা, ইকার্দি ও কোরেয়া।
নিউজয়ান২৪/এমএম