NewsOne24

ময়মনসিংহে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

ময়মনসিংহ প্রতিনিধি

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১০:০৬ এএম, ১৫ অক্টোবর ২০১৮ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম পায়েল (২৯) বলে জানা গেছে।

রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে সদর উপজেলার আকুয়া দরগাপাড়া খালপাড় সংলগ্ন একটি ইটভাটার সামনে পাকা সড়কের পাশে বন্দুকযুদ্ধের এ ঘটনা বলে খবর রয়েছে। ঘটনাস্থল থেকে ১শ পিস ইয়াবা ও ১শ গ্রাম হেরোইন উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।

ঘটনার যে বর্ণনা এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে তাতে জানা যাচ্ছে, ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে অজ্ঞাত পরিচয় ছয় থেকে সাতজন মাদক ব্যবসায়ী পুলিশকে লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণ ও আক্রমণ করে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে পায়েলকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজওয়ান২৪/জেডএস