NewsOne24

ইসলামী জ্ঞান (পর্ব-২)

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৯:০৭ এএম, ১৫ অক্টোবর ২০১৮ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

 

ইললামী জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর-

প্রশ্ন: পবিত্র কোরআন প্রথমে কীভাবে সংরক্ষিত ছিল?

উত্তর: সাহাবায়ে কেরামের স্মৃতিতে, লিখিত অবস্থায় চামড়ায়, হাড়ে, পাতায় এবং পাথরে।

প্রশ্ন: সর্বপ্রথম কে পবিত্র কোরআন একত্রিত করেন?

উত্তর: হজরত আবু বকর (রা.)।

প্রশ্ন: কোন সাহাবীকে পবিত্র কোরআন একত্রিত করার দায়িত্ব দেয়া হয়েছিল?

উত্তর: হজরত যায়েদ বিন ছাবেত (রা.)-কে।

প্রশ্ন: কার পরামর্শে পবিত্র কোরআন একত্রিত করণের কাজ শুরু হয়?

উত্তর: হজরত ওমর বিন খাত্তাব (রা.)।

প্রশ্ন: রাসূলুল্লাহ্‌ (সা.) এর ওহী লেখক কে কে ছিলেন?

উত্তর: হজরত আলী বিন আবী তালেব, হজরত মুআবিয়া বিন আবী সুফিয়ান, হজরত যায়েদ বিন ছাবেত ও হজরত উবাই বিন কা’ব প্রমুখ (রা.)।

প্রশ্ন: কোন যুগে কার নির্দেশে পবিত্র কোরআনের অক্ষরে নোকতা দেয়া হয়?

উত্তর: উমাইয়া খলীফা আবদুল মালিকের যুগে হাজ্জাজ বিন ইউসূফের নির্দেশে একাজ হয়।

প্রশ্ন: পবিত্র কোরআনে নোকতা দেয়ার কাজটি কে করেন?

উত্তর: নসর বিন আছেম বিন ই’য়ামার (রহ.)।

প্রশ্ন: পবিত্র কোরআনে কে হরকত (যের যবর পেশ ইত্যাদি) সংযোজন করেন?

উত্তর: খলীল বিন আহমাদ আল ফারাহীদী (রহ.)।

(চলবে...)

নিউজওয়ান২৪/আরএডব্লিউ

আরো পড়ুন>>> ইসলামী জ্ঞান...(পর্ব-১)