NewsOne24

মাত্র তিন দিনেই শেষ!

স্পোর্টস ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৭:১৩ পিএম, ১৪ অক্টোবর ২০১৮ রোববার

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত


হায়দরাবাদ টেস্টের তৃতীয় দিন কাটল বোলারদের উইকেট উৎসবে। তাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৭২ রানের টার্গেট পায় ভারত। সেই লক্ষ্য অনায়াসে ছুঁয়ে মাত্র তিন দিনেই দ্বিতীয় ও শেষ টেস্ট ১০ উইকেটে জিতল স্বাগতিকরা। 

উইন্ডিজকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে বিরাট কোহলিরা। রাজকোটে প্রথম টেস্টেও তিন দিনেই এক ইনিংস ও ২৭২ রানে জিতেছিল তারা।

রোববার প্রথম সেশনে ৩৬৭ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। ৫৬ রানের লিড নেয় স্বাগতিকরা। তারপর বোলারদের নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে ১২৭ রানে গুটিয়ে দিয়ে কোনও উইকেট না হারিয়ে ১৬.১ ওভারে ৭৫ রান করে তারা।

৪ উইকেটে ৩০৮ রানে তৃতীয় দিন শুরু করে ভারত। কিন্তু জেসন হোল্ডার ও শ্যানন গ্যাব্রিয়েলের তোপে পড়ে ৫৯ রানে বাকি ৬ উইকেট হারায় তারা। এদিন মাত্র ৫ রান যোগ করে হোল্ডারের শিকার হন আজিঙ্কা রাহানে। ১৮৩ বলে ৮০ রান করেন তিনি।

ওই ওভারেই রবীন্দ্র জাদেজাকে খালি হাতে ফেরান ক্যারিবিয়ান অধিনায়ক। ঋষভ পন্থকে আরেকবার সেঞ্চুরি না হওয়ার আক্ষেপে পুড়তে হয়। টানা দ্বিতীয় টেস্টে ৯২ রান করে আউট হন তিনি। কুলদীপ যাদবকে ফিরিয়ে হোল্ডার এই বছরে চতুর্থবার এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান। ২০০০ সালে কোর্টনি ওয়ালশের পর প্রথম ক্যারিবিয়ান বোলার হিসেবে এক বছরে চারবার এক ইনিংসে ৫ উইকেট পেলেন এই পেসার।

২৩ ওভারে ৫৬ রান দিয়ে ৫ উইকেট নেন হোল্ডার। ভারতের মাটিতে ২৪ বছর পর প্রথম কোনও ক্যারিবিয়ান ফাস্ট বোলার এই কীর্তি গড়লেন। ৩ উইকেট নেন গ্যাব্রিয়েল। দ্বিতীয় সেশনে খেলতে নেমে আবারও উমেশ যাদবের পেসে বিধ্বস্ত উইন্ডিজ। ৭০ রানে প্রথম ৬ উইকেট হারায় তারা। হোল্ডার ও সুনীল আম্ব্রিসের জুটি ওই ঝড় থামালেও ৩৮ রানের এ জুটি বিচ্ছিন্ন হলে আবার ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। ১৯ রানে শেষ ৪ উইকেট হারায় সফরকারীরা।

উমেশ এ ইনিংসে নেন ৪ উইকেট। দুই ইনিংসে ১৩৩ রান দিয়ে ১০ উইকেট পেয়েছেন এই পেসার। প্রায় দুই দশকে প্রথম ভারতীয় ফাস্ট বোলার হিসেবে হোম টেস্টে ১০ উইকেট পেলেন উমেশ।  দ্বিতীয় ইনিংসে জাদেজা তিনটি ও অশ্বিন নেন ২ উইকেট।

শেষ বিকেলে ৭২ রানের লক্ষ্যে নেমে ভারত সময় ক্ষেপণ করেনি। পৃথ্বী শ ও লোকেশ রাহুলের অবিচ্ছিন্ন ৭৫ রানের জুটিতে জয়ের বন্দরে পৌঁছায় স্বাগতিকরা। দুজনেই ৩৩ রানে অপরাজিত ছিলেন। এই প্রথমবার ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটে হারাল ভারত।

সিরিজ সেরা হয়েছেন পৃথ্বী, আর ম্যাচসেরা উমেশ।

নিউজওয়ান২৪/এমএম