ফের মেসির কড়া সমালোচনায় ম্যারাডোনা
স্পোর্টস ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১০:০০ এএম, ১৪ অক্টোবর ২০১৮ রোববার
ফাইল ছবি
আবারো আর্জেন্টিনাইন সুপারস্টার লিওনেল মেসির কড়া সমালোচনা করলেন দেশটির কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনা। মেক্সিকোর একটি ওয়েবসাইটে সাক্ষাৎকার দিতে গিয়ে অধিনায়ক মেসিকে নিয়ে তীব্র বিদ্রুপ করেছেন তিনি।
সেই ২০১১ সাল থেকে দেশকে নেতৃত্ব দিচ্ছেন মেসি। তার বিরুদ্ধে সব চেয়ে বড় অভিযোগ, বার্সেলোনার হয়ে এক মেসিকে দেখা যায়। আর আর্জেন্টিনার হয়ে অন্য মেসিকে। দেশকে বিশ্বকাপ জেতাতে না পারার জন্য বারবার কাঠগড়ায় তোলা হয়েছে মেসিকে। ম্যারাডোনা এর আগেও মেসির সমালোচনা করেছেন। কিন্তু এবারেরটা ছিলো সবচেয়ে বেশি আক্রমণাত্মক।
আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়কের মতে, যে ফুটবলার ম্যাচের আগে কুঁড়ি বার বাথরুমে ছোটে, সে আর কীসের অধিনায়ক?
মেক্সিকোয় এখন কোচিং করাচ্ছেন দিয়াগো। সেখানে তিনি বলেছেন, কোনো সন্দেহ নেই, মেসি খুবই ভাল ফুটবলার। কিন্তু ও কখনোই ভাল নেতা নয়।
দিয়াগো বলেন, কোচ এবং ফুটবলারদের সঙ্গে কথা বলার আগে প্লে স্টেশন খেলবে মেসি। তারপরে অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নামবে। ব্যাপারটা কিন্তু অত সোজা নয়। যদিও এ বছর থেকে বার্সেলোনার অধিনায়কও হয়েছেন মেসি।
তিনি বলেন, আমার পক্ষে হয়তো সব কিছু বলা ঠিক নয়। কিন্তু এইটুকু বলতে চাই, ম্যাচের আগে যে ফুটবলার কুঁড়িবার বাথরুমে ছোটে, তাকে অধিনায়ক বানানোটা একেবারেই ঠিক নয়।
ফুটবলার মেসিকে প্রতিভার নিরিখে তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পাশেই রাখছেন। কিন্তু পরক্ষণেই আবার বলে দিচ্ছেন, মেসিকে ঈশ্বর বানানোটা বন্ধ করতে হবে। মনে রাখতে হবে, মেসি নিছকই আর্জেন্টিনার এক ফুটবলার।
রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার বিদায়ের পরে দেশকে কোচিং করানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন ম্যারাডোনা। তার কাছে জানতে চাওয়া হয়, আপনি কি মেসিকে ফোন করে কিছু বলতে চান? জবাবে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার বলেন, আমি এখনই ফোন করতে চাই না। তবে কোনো দিন করব না, সেটাও বলছি না।
দিয়াগো বলেন, মেসির কাঁধ থেকে নেতৃত্বের দায়িত্বটা সরিয়ে নিতে হবে। তা হলেই সেই মেসিকে পাব, যাকে আমরা দেখতে চাই। এর পরেই তিনি যোগ করেন, আমি ওকে ঠিক জায়গায় খেলাতাম। আমি তো জানি, মেসির থেকে কী ভাবে সেরাটা বের করা যায়।
নিউজওয়ান২৪/এমএস