ময়মনসিংহে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত
ময়মনসিংহ প্রতিনিধি
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৯:৩২ এএম, ১৪ অক্টোবর ২০১৮ রোববার

ফাইল ছবি
ময়মনসিংহে শনিবার পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। শহরের কালিবাড়ী এলাকায় রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শরীফ (৩২) পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত শরীফ ডাকাত দলেরও সদস্য ছিল। তার বিরুদ্ধে মাদক, ডাকাতি, মারামারি ও হত্যাসহ সাতটির বেশি মামলা রয়েছে।
এই ঘটনায় দুই কনস্টেবল আহত হয়েছেন। তারা হলেন- মো. শামীম হোসেন ও মো. সেলিম মিয়া। তাদের জেলা পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঘটনাস্থল থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, পাঁচ কেজি গাঁজা ও ১২ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
নিউজওয়ান২৪/এমএস