বৃষ্টি আইনে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৯:২৪ এএম, ১৪ অক্টোবর ২০১৮ রোববার
ছবি: সংগৃহীত
সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়। সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃষ্টি হলেও ম্যাচে ফলাফল এসেছে। বৃষ্টি আইনে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৩১ রানে হারিয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে গেল সফরকারী ইংল্যান্ড।
দ্বিতীয় ম্যাচে লাসিথ মালিঙ্গার পাঁচ উইকেটের বিধ্বংসী বোলিংয়ের পড়েও নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭৮ রান সংগ্রহ করে ইংল্যান্ড। জবাবে লঙ্কানরা ৩১ ওভার ব্যাট করে ৫ উইকেটে ১৪০ রান তুলতেই বৃষ্টি নামে। ডাক-ওয়ার্থ লুইস মেথড পদ্ধতিতে ৩১ রানে এগিয়ে থাকার কারণে ইংল্যান্ডকে বিজয়ী ঘোষণা করা হয়।
প্রথম ব্যাটিংয়ে নেমে ইংলিশদের মধ্যে জো রুটের ৭১ রান ও অধিনায়ক ইয়ন মরগানের ৯২ রান ছাড়া তেমন কেউ দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কান বোলারদের সামনে। লাসিথ মালিঙ্গা ১০ ওভারে ৪৪ রান খরচ করে ৫ উইকেট দখল করেন।
ইংলিশদের ২৭৮ রান তাড়া করতে নেমে ৭৪ রানেই ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। বৃষ্টি নামার আগে ধনঞ্জয় ডি সিল্ভা ৩৬ ও থিসারা পেরারার ৪৪ রানে জয়ের জন্য লড়ছিল। ২৯ ওভারে ১৪০ রান সংগ্রহ করার পর বৃষ্টি নামে। বৃষ্টি নামলে একটি বল আর মাঠে গড়ায়নি।
নিউজওয়ান২৪/এমএস