চার্চের ‘খারাপ আচরণে’ নানীর শেষ ইচ্ছা পূরণে ব্যর্থ প্রিয়াংকা
বিনোদন ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০৯:৫৯ এএম, ১১ জুন ২০১৬ শনিবার | আপডেট: ০২:৫১ এএম, ১৪ জুন ২০১৬ মঙ্গলবার
যৌবনে ও শিশুকালে নানীর সঙ্গে প্রিয়াঙ্কা -ফাইল ফটো
হিন্দুকে বিয়ে করেছিলেন। এজন্য খ্রিস্টান হওয়া সত্ত্বেও মত্যুর পর বলিউড-হলিউড কাঁপানো বিশ্বসুন্দরী প্রিয়াংকা চোপরার নানীকে খ্রিস্টান রীতিতে দাফনের অনুমতি দিল না কেরালার সেন্ট জন অট্টোমঙ্গলম চার্চ।
এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড কুইন প্রিয়াঙ্কা চোপরা ওরফে পিসি।
পত্রিকায় প্রকাশিত খবরে জানা যায়, প্রিয়াংকাকে খুব ভালবাসতেন নানী মেরি জন আখোরি ওরফে মধু জ্যোৎস্না আখোরি। নানীর শেষ ইচ্ছা ছিল, মৃত্যুর পর তাকে যেন ঈসায়ী (খ্রিস্ট) ধর্মরীতিতে কেরলের ওই চার্চের কবরস্থানে সমাহিত করা হয় যেখানে বাল্যকালে তার দীক্ষা হয়। সেই ইচ্ছা বাস্তবায়নে পিসি খুব তৎপরও ছিলেন।
কিন্তু শেষপর্যন্ত কঠোর ধর্মীয় অনুশাসনের খাড়া বাঁধা হয়ে দাঁড়ায়। গির্জার (চার্চের) অনুমতি না মেলায় গত রবিবার বিশ্বসুন্দরীর নানীকে সেখান থেকে ৪৫ কিলোমিটার দূরের এক কবরস্থানে দাফন করা হয়।
“চার্চের এমন আচরণ খুবই খারাপ হয়েছে। তবে এ বিষয়টিতে গুরুত্ব দিলে চলবে না। আমাদের এখন এটা দেখতে হবে যে আমরা পরিবারের একজন সদস্যকে হারিয়েছি।” প্রিয় নানীর শেষ ইচ্ছা রক্ষায় ব্যর্থ বিশ্বসুন্দরী ক্ষোভ-কষ্ট সামলে একথা বলেন।
আখোরির জ্ঞাতি ভাই এ প্রসঙ্গে ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় জানান, দুই বছর আগে তার বোন ওই গির্জায় গিয়ে কনফেস (গির্জায় গিয়ে পাপ স্বীকার) করেছিল এমনকি কমিউনিওন গ্রহণ করেছিলেন। তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, আমি বিষয়টা ভুলতে যাচ্ছি না। এটা
একবিংশ শতাব্দী, অন্ধকার কোনো যুগ নয়!
তবে চার্চ অভিযোগ অস্বীকার করে বলেছে, বিয়ের পর তার জীবনযাপন ছিল অখ্রিস্টানসুলভ, তিনি একজন হিন্দুর মতো বেঁচে ছিলেন।
তবে পরিবারের দাবি দাবি, বিয়ের পরও তিনি চার্চে যেতেন।
নিউজ্ওয়ান২৪.কম/এসকে