NewsOne24

রাজবাড়ীতে বাসচাপায় ২ স্কুলছাত্রী নিহত

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৫:২৮ পিএম, ১৩ অক্টোবর ২০১৮ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজবাড়ীর গোয়ালন্দে শনিবার দুপুরে দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে বাসচাপায় দুই স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহত জাকিয়া আক্তার কেয়া দৌলতদিয়া ইউপির উম্বার কাজীর পাড়ার জামাল শেখের মেয়ে ও চাঁদনী যদু ফকীরের পাড়ার সালাম মণ্ডলের মেয়ে। তারা দু’জনই দৌলতদিয়া মডেল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী।

দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ শহিদুল ইসলাম জানান, দুপুরে স্কুলে নবম শ্রেণির মূল্যায়ন পরীক্ষা ছিল। কেয়া ও চাঁদনী পরীক্ষার জন্য স্কুলে আসছিল। স্কুলের সামনে সড়ক পার হওয়ার সময় দৌলতদিয়া থেকে ফরিদপুরগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে চাঁদনী ঘটনাস্থলে মারা যায়। কেয়াকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে উঠানো হলে সেও মারা যায়।

আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মাসুদ পারভেজ জানান, স্কুল ছাত্রীদের মরদেহ দু’টি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। বাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

নিউজওয়ান২৪/এএস