‘বন্দুকযুদ্ধে’ গোবিন্দগঞ্জে জেএমবি ও ঢাকায় ২ ছিনতাইকারী নিহত
স্টাফ রিপোর্টার
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০১:২৫ পিএম, ৯ জুন ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০১:২৬ পিএম, ৯ জুন ২০১৬ বৃহস্পতিবার

রাজধানীর রামপুরা ও তুরাগে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছে। এরা হলেন কামাল পারভেজ (৪৫) ও নজরুল (৪০)। অপরদিকে, গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক জেএমবি সদস্য নিহতের খবর পাওয়া গেছে।
রামপুরায় নিহত কামাল পারভেজকে (৪৫) ছিনতাইকারী আর তুরাগে নিহত নজরুলকে (৪০) ‘ছিনতাইকারী ও নারী পাচারকারী’ বলছে র্যাব।
র্যাব-৩ জানায়, বুধবার রাতে পূর্ব রামপুরার তিতাস রোডের বালুর মাঠ এলাকায় গোলাগুলির সময় রাজধানীর উত্তরার বাসিন্দা কামাল নিহত হন।
র্যাব-৩ আরও জানায়, গত বুধবার বিকালে তালতলা মাঠে এক নারীর ‘গয়না ও টাকা লুট করার সময়’ একটি পিস্তল, একটি রিভলবার ও নয়টি গুলিসহ তাকে আটক করা হয়। পরে ছিনতাইচেষ্টার অভিযোগে অস্ত্রসহ আটক কামালকে সঙ্গে নিয়ে রাতে অভিযানে বের হয় র্যাব। ঘটনাস্থলে পৌঁছালে তার সহযোগীরা র্যাবের দিকে গুলি ছুড়লে র্যাবও পাল্টা জবাব দেয়। এসময় কামাল গুলিবিদ্ধ হন। তাকে ওই অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তুরাগে নিহত নজরুল ‘ছিনতাইকারী ও নারী পাচারকারী’ ছিল বলে জানায় র্যাব-১।
র্যাব-১ অধিনায়ক তুহিন মোহাম্মদ মাসুদ জানান, রাত ২টার দিকে তুরাগ থানার প্রত্যাশা সেতুর কাছে র্যাবের একটি চেকপোস্টে ছিনতাইকারীদের সঙ্গে র্যাবের গোলাগুলি হয়। এসময় নজরুল নামের ওই যুবক আহত হয়। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয় বলে জানায় র্যাব।
র্যাব-১ অধিনায়ক জানান, নজরুল একটি ‘অজ্ঞানপার্টির’ নেতা ছিলেন। ঢাকা মহানগরসহ আশপাশের এলাকায় বিভিন্ন প্রতারণার ঘটনা ঘটাতো তার দল। এছাড়া ছিনতাই ও নারী পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
নিহতদের লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
অপরদিকে, গোবিন্দগঞ্জ থানা ওসি মোজাম্মেল হক জানান, একই রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যরা সংঘবদ্ধ হচ্ছে বলে খবর পাওয়া যায়। পুলিশ সেখানে হানান দেয়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে জেএমবির সদস্যরা। জবাবে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে একজনের লাশ পাওয়া যায়।
ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিউজওয়ান২৪.কম/আরকে