NewsOne24

মাইক্রোবাসের ধাক্কায় সড়কে প্রাণ হারাল দুজন

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১২:৩৯ পিএম, ১২ অক্টোবর ২০১৮ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের রায়গঞ্জে কালিকাপুরে মাইক্রোবাস ও অটোভ্যানের মুখামুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো এক নারী আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার ভোরে উপজেলার কালিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভ্যানচালক উপজেলার ঘুড়কা ইউনিয়নের হারনী গ্রামের কাদের আলীর ছেলে আমজাদ হোসেন ও ভ্যানযাত্রী মোড়দিয়া গ্রামের ময়দান আলীর মেয়ে শান্তনা খাতুন।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, শুক্রবার ভোরে ভ্যানে করে স্পিনিং মিলে যাচ্ছিলেন ২ নারী শ্রমিক। তারা কালিকাপুর এলাকায় পৌঁছালে বিপরীতগামী একটি মাক্রোবাসের সঙ্গে মুখামুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ভ্যানচালক আমজাদ হোসেন মারা যান।

স্থানীয়রা ভ্যানে থাকা ২ নারীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে শান্তনা খাতুন মারা যান।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, জানতে পেরেছি ভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে দুইজন মারা গেছেন।

নিউজওয়ান২৪/জেডএস