NewsOne24

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে কোচ-রেফারি গ্রেফতার

স্পোর্টস ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৫:৫০ পিএম, ১১ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার


ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার হয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের দল ক্লাব ব্রাগের কোচ ইভান লেকোকে।

এমন ঘটনায় হইচই পড়ে গেছে বেলজিয়াম ফুটবল অঙ্গনে। ইভানের গ্রেফতারের খবরে উদ্বিগ্ন এডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকুরা।

শুধু বেলজিয়াম নয়, ম্যাচ গড়াপেটা এবং আর্থিক লেনদেনের অভিযোগ উঠছে ফ্রান্স, লুক্সেমবার্গ, সাইপ্রাস, মন্টিনেগ্রো, সার্বিয়া এবং ম্যাসিডোনিয়ার ফুটবলার বিরুদ্ধে। এসব দেশের ৫৭টি জায়গায় পুলিশ তল্লাশি চালায়।

সর্বশেষ রাশিয়া বিশ্বকাপে তৃতীয় হওয়া বেলজিয়ামের ৪৪টি স্থানে পুলিশ তল্লাশি চালায়। বেলজিয়ামের সর্বোচ্চ জুপিলার প্রো লিগে যে ১৬টি ক্লাব খেলে, তার মধ্যে ক্লাব ব্রাগ, অ্যান্ডারলেখট, গেঙ্ক‌সহ ১০টি ক্লাবে পুলিশ হানা দেয়।

ইভান লেকো ছাড়াও দুজন ফিফা রেফারিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- সেবাস্তিয়ান ডেলফারিয়ের ও বার্ট ভার্টেনটেন। শুধু তাই নয়, দু‌জন এজেন্টকেও জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করেছে পুলিশ।

ক্লাব ব্রাগের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‌আমরা তদন্তের কাজে সব রকম সহযোগিতা করছি। ইভান লেকো এই মুহূর্তে ক্লাবে নেই। তদন্তের স্বার্থে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই অভিযানে বেলজিয়ামের ১৮৪ এবং অন্যদের ৩৬ জন পুলিশ অংশ নেন।

বেলজিয়ামের আইনমন্ত্রী কোয়েন গিনস বলেন, ‌প্রায় এক বছর ধরে নানা ঘটনার ওপর নজর রাখা হয়েছিল। তারপর এই পদক্ষেপ করা হয়েছে। ম্যাচ গড়াপেটা রুখতে যা যা করার, আমরা করব।

নিউজওয়ান২৪/এমএম