NewsOne24

‘সাফাদি-জয় বৈঠক ধামাচাপা দিতেই আসলামকে নির্যাতন’

জামান সরকার, হেলসিংকি থেকে

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ০৮:৫২ এএম, ২ জুন ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৫৫ এএম, ২ জুন ২০১৬ বৃহস্পতিবার

জিন্টু        -ফাইল ফটো

জিন্টু -ফাইল ফটো

ইসরাইলের গোয়েন্দা সাফাদির সঙ্গে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের ষড়যন্ত্রমূলক বৈঠককে ধামাচাপা দিতেই সরকার আসলাম চৌধুরীকে গ্রেপ্তার ও নির্যাতন করছে বলে অভিযোগ করেছেন ইউরোপ বিএনপির জ্যেষ্ঠ নেতা ও সুইডেন বিএনপির প্রধান উপদেষ্টা মহিউদ্দিন আহমেদ জিন্টু।

গত মঙ্গলবার বিকালে ফিনল্যান্ড বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে টেলিকনফারেন্সে তিনি আরও বলেন, সাফাদির সঙ্গে জয়ের বৈঠক নিয়ে সরকার কী পদক্ষেপ নেয় জনগণ তা দেখার অপেক্ষায় আছে।

জিন্টু বলেন, আসলাম চৌধুরী ভারতের একজন মেয়রের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে সাফাদি উপস্থিত ছিলেন। সাফাদির সঙ্গে সরকার উৎখাতের ষড়যন্ত্রের কোনো বৈঠক হয়নি। সরকার ষড়যন্ত্রের কথা বললেও তা প্রমাণ করতে পারেনি। কোনো প্রকার তথ্য-প্রমাণ ছাড়াই সরকার আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছে এবং তাকে গ্রেপ্তার করে তার ওপর নির্যাতন করছে।

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এবং নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিলম্বে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মুক্তি দাবি জানিয়েছেন মহিউদ্দিন আহমেদ জিন্টু।

টেলিকনফারেন্সে অন্যদের মধ্যে যুক্ত ছিলেন, ফিনল্যান্ড বিএনপি সভাপতি কামরুল হাসান জনি, সাধারন সম্পাদক জুলফিকার আশরাফ সাগর, এনামুল হক শিপু, ইমাম হোসেন পাভেল, জহিরুল আলম নজরুল, মহিউদ্দিন মানিক, শফিক সরকার, বদরুম মনির ফেরদৌস, জাহাঙ্গীর আলম, গোলাম কিবরিয়া সাবু, আ. রশিদ, গাজী সামসুল আলম, মুজিবুর রহমান হিরক, আনোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, তাজুল ইসলাম, ঢালী ফয়েজ আহমেদ, আবদুল্লাহ আল মুজিব, মোস্তাক সরকার, শামীম বেপারী, হামিদুল ইসলাম, সাইফুর রহমান সাইফ, আলমগীর কবির, এনাজুল হক, আসলাম ফকির, আশরাফ হোসেন, মারুফ হোসেন মহসীন, আরিফুল ইসলাম, ইমরুল হাসান মুন্না, রাইসুল ইসলাম, পলাশ, ফাহমিদ, তারিক, শাকিল, সেলিম, সাজিদ খান জনি, সাফাত ঢালী, রাফাত ঢালী, রাজীব, সাগীর, মিখাইল ও জামান সরকার।

নিউজওয়ান২৪.কম/ইবি