৭২ ঘণ্টার পর্যবেক্ষণে সাকিব
স্পোর্টস ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১১:৪৮ এএম, ৮ অক্টোবর ২০১৮ সোমবার
ছবি: সংগৃহীত
বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে সাকিব আল হাসান এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। সাকিবকে দেখার পর ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছেন মেলবোর্নের অ্যাপওয়ার্থি হাসপাতালের ডা. গ্রেগ হয়। তার পর্যবেক্ষণ শেষে সাকিবের আঙুলের সর্বশেষ অবস্থা জানা যাবে। তবে আঙুলের সংক্রমণ সারতে লেগে যেতে পারে অনেক সময় সেক্ষেত্রে সংক্রমণ সেরে উঠলেও ৬ মাসের আগে অস্ত্রোপচার করা যাবে না বলে জানা যায়।
সাকিবের আঙুলের প্রধান সমস্যা এখন সংক্রমণ, এই সংক্রমণের উপর নির্ভর করে অস্ত্রোপচার ছাড়াই কোন সমাধান আসবে কিনা। তবে সেটা জানা যাবে তিন মাস পর।
অস্ত্রোপচার ছাড়াই এই ইনজুরি সেরে উঠার একটা কথা শোনা যাচ্ছিল। সেটা হবে কিনা, জানা যাবে আরো তিন মাস পর। তবে এই ধরনের ইনজুরি অস্ত্রোপচার ছাড়া সেরে উঠার সম্ভাবনা সাকিব নিজেও খুব বেশি দেখছেন না।
গত শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন বাংলাদেশ দলের টেস্ট ও টি-২০ দলের অধিনায়ক।
নিউজওয়ান২৪/এমএস