NewsOne24

চুরির এক মাস পর আটক ৫ জন

কুড়িগ্রাম প্রতিনিধি

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০২:১১ পিএম, ৭ অক্টোবর ২০১৮ রোববার

ফাইল ছবি

ফাইল ছবি

কুড়িগ্রামের রাজারহাটে মোটরসাইকেল চুরির এক মাস পর শুক্রবার সন্ধ্যায় রাজারহাট থানা অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকারের নেতৃত্বে একদল পুলিশ উলিপুর থানা পুলিশের সহযোগিতায় চুরি যাওয়া মোটরসাইকেলসহ ৫ জনকে আটক করে।

এ ঘটনায় গতকাল রাজারহাট থানায় মোটরসাইকেলের মালিক মো. কামরুজ্জামান বাদী হয়ে ৬ জনের নামে রাজারহাট থানায় একটি চুরির মামলা দায়ের করেন।।।

পুলিশ জানায়, উপজেলার উমর মজিদ ইউপির ফুলখাঁ আটহাজারী এলাকার বাসিন্দা আবদুল হালিম সরকারের পুত্র মো. কামরুজ্জামানের ডিসকভার-১২৫ সিসি মোটরসাইকেলটি গত ০৯-০৯-১৮ ইং নিজ বাড়ি থেকে রাতে চুরি হয়ে যায়। এ ঘটনায় পরদিন কামরুজ্জামান রাজারহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করে।

এরই সূত্র ধরে শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত রাজারহাট ও উলিপুর থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে উলিপুর উপজেলার ম-লেরহাট এলাকা থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার পূর্বক ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো-রাজারহাট উপজেলার নাজিমখান ইউপির মমিন সরকারপাড়া এলাকার আবদুল হান্নানের পুত্র হানিফ, একই ইউপির রতিরাম পাঠানপাড়া এলাকার মোজাম্মেল হকের পুত্র রাশেদুল ইসলাম রানু, উলিপুর উপজেলার রমেশ্বর শর্মা এলাকার মোক্তার আলীর পুত্র আব্দুল্লাহ আল মামুন, ইসমাইল সরকারের পুত্র মিজানুর রহমান, মৃত আবদুল জব্বার (সাবেক চেয়ারম্যান) এর পুত্র আশরাফুল আলম।

গতকাল দুপুরে রাজারহাট থানা পুলিশ আটককৃতদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে।   

নিউজওয়ান২৪/জেডএস