NewsOne24

বড় ডিসপ্লে`র আইফোন বাজারে আনলো অ্যাপল

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১২:০৬ পিএম, ৭ অক্টোবর ২০১৮ রোববার

ফাইল ছবি

ফাইল ছবি

সবচেয়ে বড় ডিসপ্লে নিয়ে নতুন সংস্করণের আইফোন বাজারে আনলো বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। আইফোন এক্সএস ম্যাক্স নামে নতুন সংস্করণের ডিসপ্লে হচ্ছে ৬.৫ ইঞ্চি। এটি প্রতিষ্ঠানটির ইতিহাসে সবচেয়ে বড় মোবাইল ডিসপ্লে। এ ছাড়া আইফোন এক্সএস ও আইফোন এক্সআর নামে আরও দুইটি নতুন সংস্করণের মোবাইল হ্যান্ডসেট আনে তারা।

তবে এ নতুন তিন সংস্করণের মধ্যে ‘আইফোন এক্সএস’ এবং ‘আইফোন এক্সএস ম্যাক্স’ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। এর মধ্যে ‘আইফোন এক্সআর’ অপেক্ষাকৃত কম দামের।

1.সবচেয়ে বড় ডিসপ্লে নিয়ে বাজারে আইফোন

অ্যাপল বলছে, এটা স্মার্ট-ফোনের ভবিষ্যতের জন্য একটি বড় ধরণের অগ্রগতি।

এ দুটো আইফোনের ডিসপ্লে হবে আগের তুলনায় অনেক ঝকঝকে। ফোনগুলোতে সংযোজন করা হয়েছে সুপার রেটিনা ডিসপ্লে। দুই মিটার পানির নিচে ৩০ মিনিট পর্যন্ত থাকতে পারবে এটি। ফলে এ ফোন সেটে পানি ঢুকবে না। যার কারণে ব্যবহার করতে গিয়ে চা, কফি কিংবা অন্যকোনো ধরনের তরল পানীয় জিনিস ফোন সেটের উপর পড়লেও কোনো ধরণের সমস্যা হবে না।

ফোনসেট দুটোতে ছবি, ভিডিও, ভিডিও এডিটিং এবং গ্রাফিক্স-এর জন্য ভালো ধারণক্ষমতা দেয়া হয়েছে। এর ধারণক্ষমতা সর্বোচ্চ ৫১২ জিবি। এতে সর্বোচ্চ দুই লাখ পর্যন্ত ছবি রাখা যাবে। ছবি তোলার পর সেটির ব্যাকগ্রাউন্ডের গভীরতাও পরিবর্তন করা যাবে। ছবির ধারণক্ষমতার জন্য এখানে এ১২ বায়োনিক চিপ ব্যবহার করা হয়েছে।

2.সবচেয়ে বড় ডিসপ্লে নিয়ে বাজারে আইফোন

স্মার্ট ফোনের জগতে এটিকেই সবচেয়ে উন্নত বলে বলছে অ্যাপল। দুটো ফোনই পাওয়া যাবে ৬৪জিবি, ২৫৬জিবি এবং ৫১২জিবি।

দুটো ফোনেই থাকছে ১২ মেগাপিক্সেল-এর দুটো ক্যামেরা। যদিও বাজারে আসার আগে ধারণা করা হয়েছিল যে এর পেছনে থাকবে তিনটি করে ক্যামেরা। তবে দুটো ক্যামেরা থাকলেও এতে থাকছে টুএক্স অপটিক্যাল জুম এবং ডুয়াল অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন। যার ফলে মোবাইল ফটোগ্রাফি জগতে নতুন মাত্রা যোগ হবে বলে জানাচ্ছে অ্যাপল।

শুধু ফটোগ্রাফিই না ভিডিওগ্রাফিতেও নতুন মাত্রা যুক্ত হবে। ভিডিও ধারণের সময় নড়াচড়া হলেও কোনো ধরণের প্রভাব পড়বে না এতে। এমনকি কম আলোতেও ভালোমানের ভিডিও ধারণ সম্ভব হবে। ভিডিওর শব্দও হবে উন্নতমানের।

 

3.সবচেয়ে বড় ডিসপ্লে নিয়ে বাজারে আইফোন

সর্বশেষ ২০১৭ সালের নভেম্বর মাসে আইফোন এক্স বাজারে এনেছিল অ্যাপল। ব্যাটারির ক্ষমতা পুরনো সংস্করণের চেয়ে কিছুটা উন্নত। আইফোন এক্স-এর চেয়ে এক্সএস-এর ব্যাটারিতে চার্জ থাকবে ৩০ মিনিট বেশি। অন্যদিকে এক্সএস ম্যাক্স-এ ব্যাটারির চার্জ থাকবে দেড় ঘণ্টা বেশি।

শুরুতে আইফোন এক্সএস এবং এক্সএস ম্যাক্সের মূল্য হবে যথাক্রমে ৯৯৯ মার্কিন ডলার এবং ১০৯৯ মার্কিন ডলার। নতুন সংস্করণের আইফোন কেনার জন্য শুক্রবার থেকে বিশ্বের ত্রিশটি দেশে প্রি-অর্ডার করা যাবে। তবে সেসব দেশের অ্যাপল স্টোরে এ ফোনগুলো পাওয়া যাবে ২১ সেপ্টেম্বর থেকে।

সূত্র: বিবিসি

নিউজওয়ান২৪/জেডএস