বাস চালক যখন হনুমান! (ভিডিও)
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৮:২৬ পিএম, ৬ অক্টোবর ২০১৮ শনিবার

ছবি সংগৃহীত
ভিডিও নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। আর হবে না-ই বা কেন? সরকারি বাসের চালকের কোলে বসে রয়েছে এক হনুমান। সে রীতিমতো পেশাদারের মতোই ঘোরাচ্ছে বাসের স্টিয়ারিং। এমন মনে হচ্ছে যেন প্রতি দিনই সে বাস চালায়!
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এমন চাঞ্চল্যকর ঘটনা ভারতে কর্নাটকের দেবানাগেরে এলাকায় ঘটেছে। বাসটিও কর্নাটক স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের। আর চালকও রীতিমতো উর্দি পরে অন ডিউটি।
ভিডিও-য় দেখা যায়, চালকের কোলে বসে হনুমানটি স্টিয়ারিং ঘোরাচ্ছে। চালক সেই সময়ে গিয়ার কন্ট্রোল করছেন।
জানা গেছে, বাসটি দেবানাগেরে থেকে ভারামাসাগরা যাচ্ছিল। কর্নাটক স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, হনুমানটি বাসের এক নিত্যযাত্রীর। তিনি পোশায় শিক্ষক।
বাসে উঠেই হনুমানটি চালকের সিটে বসে পড়ে। এবং ১০ মিনিটের মতো সময় বাস চালানোর নাটক করে। সেই কাণ্ডেরই ভিডিও তোলেন যাত্রীরা। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
নিউজওয়ান২৪/এমএম