শেষ টি-টোয়েন্টিতেও সালমাদের হার
স্পোর্টস ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৬:০৭ পিএম, ৬ অক্টোবর ২০১৮ শনিবার
ছবি সংগৃহীত
পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজে কোনো রকমের লড়াই করতে পারল না সালমা খাতুনরা।
শনিবার কক্সবাজারে চতুর্থ ও শেষ ম্যাচে স্বাগতিকরা হারল ৭ উইকেটে। চার ম্যাচের সিরিজ ৩-০ তে জিতে নিল সফরকারীরা। প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।
শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফের ব্যাটিং বিপর্যয়ে ২০ ওভারে ৭৭ রানে অলআউট হয় বাংলাদেশ। ১৪.৫ ওভারে ৩ উইকেটে ৭৮ রান করে পাকিস্তান।
টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৯ রানের মধ্যে নাটালিয়া পারভেজের টানা ওভারে ২ উইকেট হারায়। তারপর ২৫ থেকে ৩২ রান তুলতে নেই আরও ৩ উইকেট। ফাহিমা খাতুন ও রুমানা আহমেদ জুটি সামান্য প্রতিরোধ গড়েন। কিন্তু ২২ রানের এই জুটি ভাঙতে আবার বিপর্যস্ত স্বাগতিকরা।
২৩ রানের মধ্যে শেষ ৫ ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। নাটালিয়া পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন। ডায়ানা বেগ ও সানা মীর দুটি করে উইকেট পান।
১২ রানে পাকিস্তান প্রথম উইকেট হারালেও নাহিদা খান ও জাভেরিয়া খানের ৩৪ রানের জুটি সহজ জয়ের পথ তৈরি করে দেয়। জয় থেকে ৫ রান দূরে থাকতে জাভেরিয়া ইনিংস সেরা ৩৬ রানে আউট হন। মুনীবা আলী ১৮ রানে অপরাজিত থেকে দলকে জেতান।
আগামী সোমবার একই ভেন্যুতে একমাত্র ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।
নিউজওয়ান২৪/এমএম