খালেদাকে বিএসএমএমইউতে নেয়া হতে পারে আজই
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১২:৫৮ পিএম, ৬ অক্টোবর ২০১৮ শনিবার

ফাইল ছবি
বিএনপির কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হতে পারে। দুপুর ২টায় সেখানে ভর্তি করানো খবর জানা গেছে।
এ ব্যাপারে বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হারুন অর রশীদ গণমাধ্যমকে আরো বলেন, ‘উনাকে আজকেই আনা হবে বলে কারা কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে। আমরাও প্রস্তুতি নিয়ে রেখেছি।’
তবে এই বিষয়ে কারা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া না গেলেও বিএনপির পক্ষ থেকেও এমন ইঙ্গিত পাওয়া গেছে।
দলটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়াকে দুপুর ২টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হতে পারে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছর কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার পুরানো কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। এর পর থেকে বিএনপি বারবার খালেদা জিয়া অসুস্থ বলে দাবি করে আসছিল। একইসঙ্গে তার বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা করানোর দাবি করছিল দলটি।
নিউজওয়ান২৪/এমএস