NewsOne24

‘নো হেলমেট নো পেট্রোল’ মানছেন না কেউই!

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১২:১৯ পিএম, ৬ অক্টোবর ২০১৮ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ে প্রশাসনের ‘নো হেলমেট নো পেট্রোল’ কর্মসূচি পেট্রল পাম্প মালিকরা মানছেন না বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের কাছেও পেট্রোল বিক্রি করতে দেখা যাচ্ছে।

সম্প্রতি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ‘নো হেলমেট নো পেট্রোল’ কর্মসূচির সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত অনুযায়ী জেলার সব ফিলিং স্টেশনে একটি করে নোটিশও লাগিয়ে দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, মোটরসাইকেল চালকরা হেলমেট না পড়লে তাদের কাছে পেট্রল পাম্প কর্তৃপক্ষ কোনোভাবেই পেট্রল বা অকটেন বিক্রি করতে পারবে না। তবে পাম্পগুলোতে এই কর্মসূচি শতভাগ বাস্তবায়ন হচ্ছে না। তারা সাংবাদিক বা পুলিশ দেখলে হেলমেট দেখে পেট্রল বা অকটেন বিক্রি করছে। এছাড়া আগের মতোই সবার কাছে তেল বিক্রি চালিয়ে যাচ্ছে।

সরেজমিনে শুক্রবার দুপুরে জেলা সদরের প্রায় সব পাম্পে দেখা গেছে, হেলমেটবিহীন চালকদের কাছেও তেল বিক্রি করা হচ্ছে।

সদরের রোড এলাকার তরিকুল ইসলাম বলেন,হেলমেট ছাড়া পেট্রোল নেওয়া যাবে না আগে জানতাম না। হেলমেট পড়ে মোটরসাইকেল চালানো ভালো। এতে দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে।

এ ব্যাপারে ফিলিং স্টেশন মালিক সমিতির সভাপতি এনামুল হক জানান,প্রশাসন নির্দেশ দিয়েছে হেলমেট ছাড়া কোনও মোটরসাইকেল চালকের কাছে পেট্রল বা অকটেন বিক্রি করা যাবে না। আমরা এই নির্দেশ মেনে পেট্রোল বিক্রি করছি। তবে শতভাগ মানা সম্ভব হচ্ছে না।

অনেক সময় নানা কারণে হেলমেট ছাড়া পেট্রাল দিতে বাধ্য হচ্ছি। মানুষ কে আরো সচেতন হতে হবে।দুর্ঘটনা থেকে মোটরসাইকেল চালকদের রক্ষা করতে হেলমেট পড়ে রাস্তায় চলাচল বাধ্য করার প্রশাসন নো হেলমেট নো পেট্রল কর্মসূচি শুরু করেছে। নিজ উদ্যোগেই সবার এই কর্মসূচি মানা উচিত।

নিউজওয়ান২৪/জেডএস