NewsOne24

ইসলামী জ্ঞান...(পর্ব-১)

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৯:২৭ এএম, ৬ অক্টোবর ২০১৮ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

 

ইসলামী জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর- 

প্রশ্ন: পবিত্র কোরআনুল কারীমে কতটি সূরা আছে?

উত্তর: ১১৪টি।

প্রশ্ন: পবিত্র কোরআনের প্রথম সূরার নাম কি?

উত্তর: সূরা ফাতিহা।

প্রশ্ন: পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরার নাম কি?

উত্তর: সূরা বাকারা।

প্রশ্ন: পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরার নাম কি?

উত্তর: সূরা কাওছার।

প্রশ্ন: পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি কোন সূরায়?

উত্তর: সূরা বাকারার ২৮২ নং আয়াত।

প্রশ্ন: পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি?

উত্তর: আয়াতুল কুরসী। (সূরা বাক্বারা ২৫৫ নং আয়াত।

প্রশ্ন: ফরজ নামাজান্তে কোন আয়াতটি পাঠ করলে, মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোনো বাধা থাকে না?

উত্তর: আয়াতুল কুরসী।

প্রশ্ন: পবিত্র কোরআনের কোন সূরাটি পাঠ করলে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যাবে?

উত্তর: সূরা মুলক। (৬৭নং সূরা)

প্রশ্ন: পবিত্র কোরআনের কোন সূরাটি কোরআনের এক তৃতীয়াংশের সমান?

উত্তর: সূরা ইখলাছ। (১১২ নং সূরা)

প্রশ্ন: পবিত্র কোরআনের কোন সূরার প্রতি ভালোবাসা মানুষকে জান্নাতে নিয়ে যাবে?

উত্তর: সূরা ইখলাছ।

প্রশ্ন: কোন সূরাটি পবিত্র কোরআনের চতুর্থাংশের সমপরিমাণ?

উত্তর: সূরা কাফেরূন। (১০৯ নং সূরা)

প্রশ্ন: পবিত্র কোরআনের কোন সূরাটি জুমার দিন বিশেষভাবে পাঠ করা মুস্তাহাব?

উত্তর: সূরা কাহাফ (১৮ নং সূরা)

প্রশ্ন: পবিত্র কোরআনের কোন সূরার প্রথমাংশ তেলাওয়াতকারীকে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করবে?

উত্তর: সূরা কাহাফের প্রথম দশটি আয়াত। (১৮ নং সূরা)

প্রশ্ন: পবিত্র কোরআনের কোন দুইটি সূরা জুমা দিন ফজরের নামাজে তেলাওয়াত করা সুন্নাত?

উত্তর: সূরা সাজদা ও দাহার।

প্রশ্ন: পবিত্র কোরআনের কোন দুইটি সূরা জুমা’র নামাজে তেলাওয়াত করা সুন্নাত?

উত্তর: সূরা আ’লা ও গাশিয়া।

প্রশ্ন: পবিত্র কোরআন কত বছরে নাযিল হয়?

উত্তর: তেইশ বছরে।

প্রশ্ন: ‘মুহম্মদ’ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর নাম পবিত্র কোরআনে কত স্থানে উল্লেখ হয়েছে?

উত্তর: চার স্থানে। (১) সূরা আল ইমরান আয়াত- ১৪৪। (২) সূরা আহযাব আয়াত নং ৪০। (৩) সূরা মুহম্মদ আয়াত নং ২। (৪) সূরা ফাতাহ আয়াত নং ২৯।

প্রশ্ন: পবিত্র কোরআনের সর্বপ্রথম কোন আয়াত নাযিল হয়?

উত্তর: সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত।

প্রশ্ন: পবিত্র কোরআনের কোন আয়াতটি সর্বশেষ নাযিল হয়?

উত্তর: সূরা বাকারার ২৮১ নং আয়াত। মহান আল্লাহ বলেন,

وَاتَّقُواْ يَوْمًا تُرْجَعُونَ فِيهِ إِلَى اللّهِ ثُمَّ تُوَفَّى كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لاَ يُظْلَمُونَ

অর্থ: ‘ঐ দিনকে ভয় কর, যে দিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। অত:পর প্রত্যেকেই তার কর্মের ফল পুরোপুরি পাবে এবং তাদের প্রতি কোনো রুপ অবিচার করা হবে না। (সূরা- বাকারার: আয়াত- ২৮১)

(ইবনু আবী হাতেম সাঈদ বিন জুবাইর (রা.) থেকে বর্ণনা করেন যে, এই আয়াত নাযিল হওয়ার পর নবী (সা.) নয় দিন জীবিত ছিলেন।- আল ইতক্বান ফি উলূমিল কোরআন)

প্রশ্ন: পবিত্র কোরআনের সর্বপ্রথম কোন সূরাটি পূর্ণাঙ্গরূপে নাযিল হয়?

উত্তর: সূরা ফাতিহা।

(চলবে...)

নিউজওয়ান২৪/আরএডব্লিউ