তুরাগ নদীতে ট্রলার ডুবে নিখোঁজ ১২
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৯:১৯ এএম, ৬ অক্টোবর ২০১৮ শনিবার

ফাইল ছবি
তুরাগ নদীতে বালু বোঝাই কার্গোর ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে যাওয়ায় নিখোঁজ হয়েছেন প্রায় ১২ জন। শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার রুস্তমপুরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় তুরাগ নদীর গুদারাঘাট থেকে ২৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার রুস্তমপুরে রওনা দেয়। পথে মাঝ নদীতে টঙ্গী থেকে ছেড়ে আসা একটি বালু বোঝাই কার্গো-বার্জ ট্রলারটিকে ধাক্কা দেয়। এ সময় ট্রলারে থাকা শিশুসহ সব আরোহী পানিতে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত ১৩ জনকে উদ্ধার করে নদীর তীরে নিয়ে আসতে সক্ষম হয়।
খবর পেয়ে টঙ্গী ও সাভার ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে এসে নিখোঁজদের সন্ধানে অভিযান শুরু করে।
এদিকে নিখোঁজদের সন্ধানে তীরে ভিড় জমিয়েছেন স্বজনরা।
ঘটনার সত্যতা স্বীকার করে আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরিদের পাশাপাশি স্থানীয়রাও নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
নিউজওয়ান২৪/এমএস