NewsOne24

ভুটানকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশের কিশোরীরা

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৯:৪৪ পিএম, ৫ অক্টোবর ২০১৮ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। খেলার প্রথমার্ধে দুটি এবং দ্বিতীয়ার্ধে আরো দুটি গোল করে লাল-সবুজের কিশোরীরা।

ম্যাচে বাংলাদেশের পক্ষে একটি করে গোল করে সানজিদা, স্বপ্না, কৃষ্ণা ও শামসুন্নাহার।

গত ২৮ সেপ্টেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টে গ্রুপপর্বে বাংলাদেশের সঙ্গী ছিল নেপাল ও পাকিস্তান। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৭-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। পরের ম্যাচে নেপালকে হারায় ২-১ গোলে।

টুর্নামেন্টের অপর সেমিফাইনালে ভারতের সাথে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করার পর টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে নেপাল।

প্রথমবারের মতো আয়োজিত এ টুর্নামেন্টে আগামী ৭ অক্টোবর হবে ফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়ারা।

নিউজওয়ান২৪/টিআর