কাকাকে স্পর্শ নেইমারের
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১০:০৭ এএম, ৫ অক্টোবর ২০১৮ শুক্রবার
ফাইল ছবি
ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে দ্বিতীয় বারের মতো হ্যাটট্রিক করলেন নেইমার। তার দুর্দান্ত খেলায় সার্বিয়ার ক্লাব রেড স্টার বেলগ্রেডকে উড়িয়ে আসরের প্রথম জয় পায় প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। প্যারিসে বুধবার ‘সি’ গ্রুপের ম্যাচটি ৬-১ গোলে জেতে ফরাসি চ্যাম্পিয়নরা। এদিন হ্যাটট্রিকের সুবাদে চ্যাম্পিয়ন্স লীগে ব্রাজিলিয়ান খেলোয়াড়দের মধ্যে সর্বাধিক গোলদাতা রিকার্ডো কাকাকে স্পর্শ করলেন নেইমার।
এদিকে, বুধবার পিএসজির গোল উৎসবে যোগ দিয়েছেন আক্রমণভাগের অন্য তিন তারকা কিলিয়ান এমবাপ্পে, এডিনসন কাভানি ও অ্যাঙ্গেল ডি মারিয়া। গত মাসে গ্রুপ পর্বে প্রথম ম্যাচে লিভারপুলের মাঠে ৩-২ গোলে হেরেছিল কোচ টমাস টুকেলের দল। শক্তির বিচারে অনেক এগিয়ে থাকা পিএসজি প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে চারবার বল পাঠিয়ে নিশ্চিত করে ফেলে তাদের জয়। গোলবন্যার শুরু হয় ম্যাচের ২০তম মিনিটে।
প্রায় ২২ গজ দূর থেকে চমৎকার ফ্রি-কিকে গোল করেন নেইমার। দুই মিনিট পর এমবাপ্পেকে বল বাড়িয়ে ডি-বক্সে ঢুকে ফিরতি পাস পেয়ে ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার।
বিরতির আগে চার মিনিটের ব্যবধানে আরো দুবার বল জালে পাঠায় পিএসজি। ৩৭তম মিনিটে ডি-বক্সে দু’জনকে কাটিয়ে কাভানির শটে বল আরেক জনের পায়ে লেগে জালে জড়ায়। ৪১তম মিনিটে থমাস মুনিয়েরের গোলমুখে বাড়ানো ক্রসে ফ্লিকে লক্ষ্যভেদ করেন অ্যাঙ্গেল ডি মারিয়া। বিরতির পরও প্রথম ১০ মিনিটে আরো দুটি গোল পেতে পারতো তারা। তবে নেইমার ও এমবাপ্পের শট ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি প্রতিপক্ষের কানাডিয়ান গোলরক্ষক মিলান বোরিয়ান।
৬৯তম মিনিটে গোল উৎসবে যোগ দেন এমবাপ্পে। নেইমারের বাড়ানো বল ধরে ডি মারিয়ার শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক। ফিরতি বল পেয়ে অনায়াসে জালে ঠেলে দেন রাশিয়া বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড় এমবাপ্পে। ৮১তম মিনিটে ২৫ গজ দূর থেকে রক্ষণ প্রাচীরের উপর দিয়ে বাঁকানো শটে ডান কোনা দিয়ে ঠিকানা খুঁজে নেন তিনি।
২০০৯ সালে চ্যাম্পিয়ন্স লীগে দুই ফ্রি-কিকে দুই গোল করেছিলেন ক্রিস্টিয়ানো রোনোলদো। এরপর এই প্রথম আসরে এক ম্যাচে ফ্রি-কিকে দুই গোল করলেন নেইমার। ১৯৯১ সালে ইউরোপিয়ান কাপ জিতলেও চ্যাম্পিয়ন্স লীগের নতুন সংস্করণে এইবারই প্রথম খেলতে আসে রেড স্টার।
এর আগের ম্যাচে নাপোলির বিপক্ষে ড্র করে তারা। লীগে সাত গোল করা নেইমারের চলতি মৌসুমে মোট গোল হলো ১০টি। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা লিভারপুল ৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। পিএসজির পয়েন্টও ৩। তবে গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে আছে তারা। রেড স্টারের পয়েন্ট ১।
নিউজওয়ান২৪/জেডএস